রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভাবুন

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভাবুন

‘নির্ধারিত সময়ের আগেই অর্থের বিনিময়ে শুরু হয় বৈকালিক চিকিৎসা সেবা ॥ ফরিদগঞ্জে বেলা দেড়টায় ১শ’ ৯৯ টাকাতেও মিলে না সরকারি চিকিৎসা সেবা! হাসপাতাল চত্বরে দালালদের দৌরাত্ম্য রুখবার শক্তি কি নেই কর্তৃপক্ষের?’ গতকাল চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় ডানদিকে বক্স আইটেমে শীর্ষ সংবাদের শিরোনাম এটি। সংবাদটির উপজীব্য ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সংবাদটি পুরোপুরি মনোযোগ দিয়ে পড়লে কোনো পাঠকের এ হাসপাতালটির অব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নিতে অসুবিধা হয় না। এ হাসপাতালের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী চাঁদপুরের বাসা থেকে যাতায়াত করে দায়িত্ব পালন করে বলে তার কর্মকালে এ হাসপাতালটি তার পূর্বসূরি ডাঃ জাহাঙ্গীর আলম শিপনের কর্মকালের ন্যায় ভালো চলছে না বলে গণমাধ্যমের সংবাদে বারবার উঠে আসছে। কিন্তু অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে বা হচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ, এই হাসপাতাল-প্রধানের ম্যানেজরিয়াল ক্যাপাসিটি এতোটা পরিমাণ আছে, যাতে তার বিরুদ্ধে, হাসপাতালের অন্য কারো বিরুদ্ধে অভিযোগ-অনুযোগ যেভাবেই উত্থাপিত হোক না কেন, তাতে কোনো অ্যাকশনই হয় না। এটা উদ্বেগজনক।

শামীম হাসান পরিবেশিত সংবাদটিতে হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবার নামে যে অনিয়ম করা হচ্ছে তার সুস্পষ্ট বিবরণ তুলে ধরা হয়েছে। ছুটির দিন ব্যতীত সপ্তাহের অন্যান্য দিন বেলা ১টার মধ্যে হাসপাতালের আউটডোরের পাঁচ টাকার টিকেট বিক্রি বন্ধ করে দিয়ে বৈকালিক চিকিৎসা সেবার ২০০ টাকার টিকেট বিক্রি করে জরুরি বিভাগের চিকিৎসককে দিয়ে বিকেল ৩টার পূর্বে বৈকালিক চিকিৎসাসেবার নামে যে বাণিজ্য করা হয়, সেটি সংবাদটিতে সরেজমিন অভিজ্ঞতার আলোকে তুলে ধরা হয়েছে। এছাড়া হাসপাতালের পার্শ্ববর্তী ডায়াগনস্টিক ক্লিনিক সমূহের নিয়োজিত দালালরা হাসপাতালে যে দৌরাত্ম্য প্রদর্শন করে সেটাও সংবাদটিতে তুলে ধরা হয়েছে।

আমরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন মহোদয়কে একটু ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। তিনি এই হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করা এবং কার্যকর মনিটরিংয়ের উপায় নিয়ে ভাবা উচিত বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়