রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর চেম্বারের নূতন নেতৃত্বে অভিনন্দন

অনলাইন ডেস্ক
চাঁদপুর চেম্বারের নূতন নেতৃত্বে অভিনন্দন

চাঁদপুরের ব্যবসায়ীদের সর্ববৃহৎ, শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ সংগঠন হচ্ছে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এই সংগঠনের ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর ২০২৩ চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইলেকশান বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের নিয়ম অনুযায়ী সদস্যদের মধ্য হতে ৮ জন, এসোসিয়েটেড সদস্যগণের মধ্য হতে ৬ জন ও ট্রেড গ্রুপ সদস্যদের মধ্য হতে ১টিসহ মোট ১৫টি পরিচালক পদে প্রার্থীগণ প্রতিযোগিতা করতে পারবেন। কিন্তু সর্বমোট ১৫ জনের অধিক প্রার্থী না থাকায় নির্বাচনী নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে নির্বাচনী সকল নিয়ম মেনে গত ২৭ ডিসেম্বর চাঁদপুর চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে আবেদনকৃত ১৫ জনকেই পরিচালক পদে নির্বাচিত হওয়ার ঘোষণা দেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৫ মেয়াদের ইলেকশন বোর্ডের চেয়ারম্যান অ্যাডঃ শীতল চন্দ্র ঘোষ। গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ইলেকশন বোর্ডের চেয়ারম্যানের উপস্থিতিতে চাঁদপুর চেম্বার কার্যালয়ে নবনির্বাচিত ১৫ জন পরিচালকের মধ্যে পরিচালক পরেশ চন্দ্র মালাকারের প্রস্তাবনায় ও পরিচালক মোঃ লিয়াকত পাটোয়ারীর সমর্থনে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠিত হয়। এই পর্ষদে নির্বাচিতরা হলেন : সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক সালাউদ্দিন মোঃ বাবর, মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমান, মোঃ মাইনুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, মোঃ আমিনুর রহমান বাবুল, মোহাম্মদ আলী মাঝি, পরেশ চন্দ্র মালাকার, গোপাল চন্দ্র সাহা, মোঃ লিয়াকত পাটোয়ারী, রেজওয়ানুর রহমান রিজু পাওয়ারী, মোঃ হযরত আলী ও মোঃ নাজমুল আলম পাটোয়ারী। নবগঠিত পরিচালনা পর্ষদের ১ জন ব্যতীত সকলেই পুনঃনির্বাচিত হয়েছেন। নতুন নির্বাচিত পরিচালক হলেন মোঃ নাজমুল আলম পাটোয়ারী।

নবগঠিত পরিচালনা পর্ষদের সকলেই তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যবসায়ীসহ সুধীজনদের দোয়া ও ভালোবাসা কামনা করেন এবং ব্যবসা বাণিজ্য প্রসারে চাঁদপুরের ব্যবসায়িক ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। নবগঠিত পরিচালনা পর্ষদকে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।

চাঁদপুর কণ্ঠ পরিবারের পক্ষ থেকেও আমরা চাঁদপুর চেম্বার অব কমার্সের নূতন নেতৃত্বকে জানাচ্ছি অভিনন্দন। কোনো ধরনের ঝামেলা, বিরোধ, প্রতিবন্ধকতা ও আইনি জটিলতা ছাড়াই চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃত্ব বারবার নির্বাচিত হওয়া সাংগঠনিক স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলাবোধের পরিচায়ক। এ ক্ষেত্রে আইকনিক কাণ্ডারীর মুখ্য ভূমিকা না থেকে পারে না। আর তিনি হচ্ছেন চাঁদপুরের বহু প্রতিষ্ঠান গড়ার কারিগর আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম। তিনি চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে এর টেকসই অস্তিত্বের জন্যে যা যা করণীয় তার সবটাই করেছেন বললে অত্যুক্তি হবে না। তিনি তাঁর সারথী নির্বাচনে ভারসাম্যপূর্ণ দক্ষতা, প্রবীণদের যথাযথ মর্যাদা এবং নবীন ও উদীয়মানদের মূল্যায়নে আন্তরিকতা প্রদর্শন করার ক্ষেত্রে সমকালীন চিন্তা-চেতনায় যথেষ্ট পারঙ্গমতার পরিচয় দিয়ে ব্যবসায়ী মহলে, এমনকি সাধারণ্যে সুনাম, শ্রদ্ধা ও সমীহ আদায়ে সক্ষম হয়েছেন-এটা সুধীবৃন্দের পর্যবেক্ষণ। আমরা সুস্থতার সাথে তাঁর দীর্ঘ জীবন কামনা করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়