রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুরে পিবিআই'র এমন সাফল্যে প্রশংসা না করে পারা যায় না

অনলাইন ডেস্ক
চাঁদপুরে পিবিআই'র এমন সাফল্যে প্রশংসা না করে পারা যায় না

বাংলাদেশের অন্য কোথাও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সক্রিয়তা কেমন, সেটা বিশ্লেষণে না গিয়ে চাঁদপুরে যে সাম্প্রতিক সময়ে পিবিআই'র সক্রিয়তা ও সাফল্য চোখে পড়ার মতো, সেটা অকপটে বলতেই হবে। অথচ চাঁদপুরে পিবিআই'র শুরুর সময়টা সুখকর ও স্বস্তিদায়ক ছিলো না। চাঁদপুরে পিবিআই'র কার্যক্রম যখন একজন পৃথক পুলিশ সুপারের নেতৃত্বে চলতে থাকে, বস্তুত তখন থেকেই পিবিআই'র কার্যক্রম ভিন্ন মাত্রা পায় এবং প্রায়শই প্রশংসনীয় শুধু নয়, প্রশংসাব্যঞ্জক হয়ে উঠে। গতকাল চাঁদপুর কণ্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমে চাঁদপুরের পিবিআই কর্তৃক ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ জন আটক সংক্রান্ত সংবাদে জানা গেলো আরেকটি বড়ো ধরনের সাফল্য, যেটিতে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই।

সংবাদটিতে লিখা হয়েছে, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনার সূত্র ধরে নারায়ণগঞ্জ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্য ও চুরি যাওয়া ৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর। ২৪ ডিসেম্বর রোববার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পিবিআই জেলা কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) মোঃ মোস্তফা কামাল রাশেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, চাঁদপুর জেলায় পিবিআই কাজ শুরু করার পর থেকে বিভিন্ন অপরাধমূলক ঘটনার ছায়া তদন্ত করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৮ নভেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনৈক শরীফ গাজীর ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরির ঘটনার ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তকালে পিবিআই বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং নিজস্ব ইনটেলিজেন্সের মাধ্যমে উক্ত ঘটনার সংঘবদ্ধ মোটরসাইকেল চোরদের শনাক্ত করতে গ্রেফতার অভিযান অব্যাহত রাখে। পরে চুরির ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার মামলাটি পিবিআই সিডিউলভুক্ত হয়। এরপর মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয় উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমিরুল ইসলাম মীরকে। তিনি একটি বিশেষ দল গঠন করে অভিযান পরিচালনা করেন। ওই দলটি ২৩ ডিসেম্বর অভিযান করে নারায়ণগঞ্জ থেকে ঘটনায় জড়িত চোর চক্রের সদস্য বাপ্পি (২১)কে গ্রেফতার করে। তার দেয়া তথ্যে মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে চক্রের সদস্য মোঃ হাসান আহাম্মেদ (২৮) ও মোঃ রাজিব (২১)কে গ্রেফতার করেন। তাদের দেয়া তথ্যানুযায়ী রাতে মতলব উত্তরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি মোটরসাইকেল উদ্ধার করেন। পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, আমরা চোর চক্রের তদন্ত করতে গিয়ে অনেক তথ্য পেয়েছি। এই চক্রের প্রধান ব্যক্তির পরিচয় জেনেছি। মোটরসাইকেল চোরচক্রের সদস্য রয়েছে শতাধিক। চুরি যাওয়া মোটরসাইকেলগুলো যেসব স্থানে রাখা হয় সেগুলোর তথ্য আমাদের হাতে এসেছে। আমরা এই চক্রের সদস্যদের গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছি। গ্রেফতারকৃত আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

আমরা চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চোর চক্রের সন্ধান ও আটকে পিবিআই চাঁদপুরের সাফল্যে প্রশংসা না করে পারছি না। গত ক'বছর আগে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের একটি বহুতল ভবনে দারোয়ানকে জবাই করে মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িতদের পুরোপুরি ধরতে পুলিশের ব্যর্থতার কষ্ট চাঁদপুরবাসীর মন থেকে এখনও মুছে যায় নি। এমতাবস্থায় পিবিআই'র উপরোল্লিখিত সাফল্য এই কষ্টকে কিছুটা হলেও লাঘব করবে। আর সাধারণ্যে পিবিআই, সর্বোপরি পুলিশের ওপর আস্থা বাড়াবে। আমরা পিবিআই চাঁদপুরের সক্রিয়তা, গতিশীলতা ও সাফল্যের ধারাবাহিকতা প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়