রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

প্রবীণ চিকিৎসক ডাঃ আব্দুল হাই আখন্দের ইন্তেকালে শোক

অনলাইন ডেস্ক
প্রবীণ চিকিৎসক ডাঃ আব্দুল হাই আখন্দের ইন্তেকালে শোক

চাঁদপুরের প্রবীণ চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার আব্দুল হাই আখন্দ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি বাধর্ক্যজনিত কারণে ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক পর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানে গত ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ নাতি-নাতনি এবং বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর স্ত্রী সংসারে গতায়ু হয়েছেন তাঁর পূর্বেই।

ডাঃ আঃ হাই আখন্দ দীর্ঘ ২ যুগেরও অধিক সময় চাঁদপুর পৌরসভার মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল ও চাঁদপুর জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ছিলেন। তিনি জেলা বিএমএ-এর বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুরের একমাত্র চিকিৎসক, যিনি দীর্ঘ সময় কাতারে চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দেন। এছাড়াও তিনি চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। ১৬ ডিসেম্বর বাদ জোহর চাঁদপুর শহরের পুরাণবাজারের ৩নং ওয়ার্ডস্থ আখন্দ বাড়ি মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ডাঃ আঃ হাই আখন্দের পৈত্রিক বাড়ি চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় হলেও তিনি দীর্ঘদিন নূতনবাজার এলাকার চিত্রলেখা মোড়ের পশ্চিম দিকে স্বর্ণ মার্কেট সংলগ্ন আঃ করিম পাটোয়ারী সড়কে নিজ বাসভবনে বসবাস করেছেন। আর পুরাণবাজারে সুদীর্ঘকাল প্রাইভেট প্র্যাকটিস করেছেন শারীরিক সামর্থ্য থাকা পর্যন্ত। একজন চিকিৎসক হিসেবে রোগী মহলে ছিলো তাঁর ব্যাপক পরিচিতি। চাঁদপুর শহরে খ্যাতিমান প্রবীণ চিকিৎসক হিসেবে ডাঃ মিনাজউদ্দিন, ডাঃ নুরুর রহমান, ডাঃ আমিন আহমেদ, ডাঃ এম এ গফুর, ডাঃ আঃ সাত্তার, ডাঃ মোঃ এ কিউ রুহুল আমিন, ডাঃ আব্দুল মান্নান প্রমুখের পাশাপাশি ডাঃ আব্দুল হাই আখন্দের নামটিও উচ্চারিত হতো সুধীজনসহ সকল মহলে। উপরোল্লিখিত চিকিৎসকদের মধ্যে কেউ কেউ ষাটোর্ধ্ব /সত্তরোর্ধ্ব বয়সে মৃত্যুবরণ করলেও ডাঃ এম এ গফুরের ন্যায় অশীতিপর বয়সে ডাঃ আঃ হাই আখন্দও বেঁচে ছিলেন। ডাঃ এম এ গফুরের পর অবশেষে তিনিও চিরবিদায় নেয়ায় চাঁদপুর শহর কার্যত বহুল পরিচিত একজন মুরুব্বিশূন্যই হলো। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়