রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ক্ষমতাসীন দলের চরিত্র এমনই হওয়া দরকার

অনলাইন ডেস্ক
ক্ষমতাসীন দলের চরিত্র এমনই হওয়া দরকার

আমাদের দেশে ক্ষমতাসীন দলের লোকজনকে সাধারণত নানা ধরনের বৈধ/ অবৈধ ক্ষমতা প্রদর্শন করতেই দেখা যায়। গুটিকয়েক সুবিধাবাদী ও সুযোগসন্ধানীর কারণে ক্ষমতাসীন দলের লোকদের চরিত্র বলতে মানুষ নেতিবাচক কিছুই বুঝে। ইতিবাচক ভূমিকায় থেকে দলের ভাবমূর্তি সুন্দরভাবে তুলে ধরাটা ঔচিত্যের পর্যায়ে পড়লেও কিছু নেতা-কর্মীর আচরণগত ত্রুটির কারণে ক্ষমতাসীন দলের রূপ বা চরিত্রটা ভালো ভাবে ধরা পড়ে না সাধারণ্যে। এমন বাস্তবতার বিপরীতে ক্ষমতাসীন দল যে দৃশ্যমান জনকল্যাণধর্মী কাজ করে সহজে নজর কাড়তে পারে সকলের, সেটা গুরুত্বের সাথে ভেবে দেখে না অনেক নেতা-কর্মী। যেমনটি ভেবেছে চাঁদপুর শহরের পুরাণবাজারের একটি ওয়ার্ডের ছোটখাট নেতা-কর্মীরা। যার ফলে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজর কেড়েছে। সে কারণে এটি সংবাদ হিসেবে পরিবেশিত হয়েছে। চাঁদপুর কণ্ঠে সংবাদটির শিরোনাম হয়েছে ‘পুরাণবাজারে ওয়ার্ড আওয়ামী লীগের খোলা বাজারে পিঁয়াজ বিক্রি’।

সংবাদটিতে লিখা হয়েছে, পিঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তৎপর হয়ে উঠেছে চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বাজার নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে আগের স্টককৃত পিঁয়াজ ন্যায়সংগত মূল্যে বিক্রি করার জন্যে পুরাণবাজার পাইকারি পিঁয়াজ ব্যবসায়ীদের অনুরোধ জানান। একই অনুরোধ জানান চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। কিন্তু তারা তাদের কথা না রেখে পূর্বের দামের চেয়ে দ্বিগুণ দামে পিঁয়াজ বিক্রি করায় পিঁয়াজ ব্যবসায়ীদের অগোচরে তাদের উপর তীক্ষè দৃষ্টি রাখেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এমনই পরিস্থিতিতে ১০ ডিসেম্বর সন্ধ্যায় পাইকারি পিঁয়াজ ব্যবসায়ী ফারুকুল ইসলাম আখন্দ তার কাছে থাকা ৪০ বস্তা পিঁয়াজ বাজারের আরেক ব্যবসায়ীর নিকট অতিরিক্ত দামে বিক্রি করলে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাতে বাধা দেন এবং তা দ্বিগুণ দামে বিক্রি না করে পূর্বের দামের চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি করার অনুরোধ জানান। কিন্তু তাতে ফারুকুল ইসলাম রাজি না হওয়ায় তারা ব্যবসায়ীর ৪০ বস্তা পিঁয়াজ (২ হাজার কেজি) আটকপূর্বক তা গত ১১ ডিসেম্বর রোববার দুপুরে চাঁদপুর চেম্বার নেতৃবৃন্দের উপস্থিতিতে ২ কেজি করে প্যাকেট করেন এবং তা খোলাবাজারে ১৩০ টাকা করে বিক্রি করে দেন। কম দামে পিঁয়াজ কেনার জন্যে এই সময় সকল শ্রেণি-পেশার মানুষকে ভিড় জমাতে দেখা যায়। এ সময় চাঁদপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক মাঝি জানান, পিঁয়াজ আমদানি বন্ধের সংবাদ পাওয়া মাত্রই পাইকারি পিঁয়াজ ব্যবসায়ীগণ একজোট হয়ে যান। তারা দ্বিগুণ দামে রাতারাতি সব পিঁয়াজ বিক্রি করে দেন এবং বলতে থাকেন পিঁয়াজ নেই। ১০ ডিসেম্বর দুপুরের পর থেকেই পুরাণবাজারের পাইকারি বাজার পিঁয়াজ শূন্য হয়ে পড়ে। কিন্তু তারপর কোথা থেকে বাজারে এই পিঁয়াজ এলো। তার জবাব কে দিবে? কাল যখন ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ খোলাবাজারে পিঁয়াজ বিক্রি করছিলেন, ঠিক তার কিছুক্ষণ পরই কিছুটা দূরত্বে মসজিদ পট্টির পাইকারি পিঁয়াজের আড়ত মাসুদ ট্রেডার্সকেও খোলা বাজারে পিঁয়াজ বিক্রি করতে দেখা যায় পূর্বের চেয়ে কম দামে। অথচ এর একদিন আগেও এসব ব্যবসা প্রতিষ্ঠান পিঁয়াজ শূন্য ছিল। যা দৈনিক চাঁদপুর কণ্ঠে সংবাদ হিসেবে প্রকাশিত হয়। অনেকেই মনে করেন, পুরাণবাজারের পাইকারি পিঁয়াজের আড়ত পিঁয়াজবিহীন হলেও গোডাউনে স্টক থাকতে পারে । চাঁদপুর কণ্ঠে প্রকাশিত এ ধরনের সংবাদের ভিত্তিতেই প্রশাসনিক ভয়ে পিঁয়াজ ব্যবসায়ীগণ নড়েচড়ে বসেন এবং গত দুই দিনের দামের চেয়ে কিছুটা কম দামে পিঁয়াজ বিক্রি করতে শুরু করেন।

আমরা চাঁদপুর শহরের পুরাণবাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের খোলা বাজারে পিঁয়াজ বিক্রির উদ্যোগটিকে সময়োচিত ও জনকল্যাণমূলক বলে মনে করছি। অনেক সুধীজন বলেছেন, ক্ষমতাসীন দলের চরিত্র এমনই হওয়া উচিত। আমরাও এই বক্তব্যের সাথে একমত। জনস্বার্থে তাৎক্ষণিক প্রয়োজনীয় ভূমিকায় অবতীর্ণ হওয়ার মধ্যে শুধু দল নয়, ব্যক্তিরও বিশ্বাসযোগ্য ভাবমূর্তি তৈরি হয়। এই ভাবমূর্তি তৈরিতে যে দল বা ব্যক্তি পারঙ্গমতা প্রদর্শন করতে পারে, সেই দল বা ব্যক্তির জনসম্পৃক্ততা বৃদ্ধি পায় দ্রুত। এটা অনেকে বুঝেও যখন না বোঝার ভান করে, তখন জনবিচ্ছিন্নতায় তৈরি হয় ক্ষোভ। এমন ক্ষোভ কক্ষণোই মাথাছাড়া দিয়ে উঠবে না, যদি পুরাণবাজারস্থ ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতো সমঝদার হয় প্রায় সকলে কিংবা অধিকাংশজন। আমরা এই নেতৃবৃন্দকে অনেক সাধুবাদ জানাই। এরা সহ অন্য সব স্থানের ক্ষমতাসীন দলের নেতা-কর্মী সবসময় সোচ্চার থাকুক জনস্বার্থে-এমন প্রত্যাশা রাখছি জোরালোভাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়