রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

সংগঠনটিকে অভিনন্দন

অনলাইন ডেস্ক
সংগঠনটিকে অভিনন্দন

ছোট-বড় শহরে গড়ে ওঠা সংগঠনই সুখ্যাতি-শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, এমনটি নয়। গ্রামীণ জনপদে গড়ে ওঠা সংগঠনও সেটি পারে। ফরিদগঞ্জের গ্রামে গড়ে ওঠা চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি তার প্রমাণ। এ সংগঠনটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তো বহুবার, আর জাতীয় পর্যায়েও করেছে। মতলব দক্ষিণের গ্রামীণ জনপদে গড়ে ওঠা একটি স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর জেলাব্যাপী কম-বেশি পরিচিতি পেলেও জেলা পর্যায়ে পায়নি উল্লেখযোগ্য স্বীকৃতি। তাতে কী? অবশেষে জাতীয় পর্যায়ে পেলো মূল্যবান স্বীকৃতি। এটা নিয়ে গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয়েছে সচিত্র সংবাদ।

‘লোটাস-বাড চ্যারিটি ফোরামের ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অর্জন’ শিরোনামের সংবাদটিতে মুহাম্মদ আরিফ বিল্লাহ লিখেছেন, মতলব দক্ষিণ উপজেলার সামাজিক সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেছে। গত ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদযাপন উপলক্ষে চার শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ন্যাশনাল ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়। দেশসেরা ২০ জন স্বেচ্ছাসেবককে এই পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে লোটাস-বাড চ্যারিটি ফোরাম-এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ রাকিবুল হাসান সংগঠনের পক্ষে অনুষ্ঠানে দেশসেরা ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে চতুর্দশ পুরস্কারটি গ্রহণ করেন।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভিএসও (ভলান্টারি সার্ভিস ওভারসীজ), দেশীয় স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার অপরচুনিটিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডিএমভিএস (ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ-ইউনিভার্সিটি অব ঢাকা)-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনেই দারুসসালামণ্ডএর হাই কমিশনার মোঃ হারিস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এএসএম মাকসুদ কামাল, ইউএনএফপিএ-এর বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টিম ব্লকুজ, আইএলও-এর বাংলাদেশ প্রতিনিধি টুমু পুটিয়ানেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর প্রো-ভিসি প্রফেসর খন্দকার মুকাদ্দেম হোসাইনসহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।

এক প্রতিক্রিয়ায় লোটাস-বাড চ্যারিটি ফোরামণ্ডএর নেতৃবৃন্দ বলেন, এই অর্জন সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও দাতাদের জন্যে উৎসর্গ করা হলো। সকলের আন্তরিক সহযোগিতা, সমর্থন ও প্রতিটি স্বেচ্ছাসেবামূলক কাজে স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের আজকের এই অর্জনের পেছনে শক্তিশালী নিয়ামক হিসেবে কাজ করেছে। উল্লেখ্য, বিগত ১৫ বছর ধরে দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, প্রায় ৩০০ ব্যাগ রক্ত প্রদান, শতদল পাঠশালার মাধ্যমে শিক্ষা সেবা, মেডিক্যাল ক্যাম্প, করোনাকালীন অক্সিজেন সেবা ও দুর্যোগকালীন নানা উদ্যোগে প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রায় ৪০ হাজার মানুষের মাঝে সেবা পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানান স্বেচ্ছাসেবীরা।

আমরা লোটাস-বাড চ্যারিটি ফোরামকে অত্যন্ত সম্মানজনক ‘ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ অর্জনের জন্যে সংগঠনটির সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই হার্দিক অভিনন্দন। এমন স্বীকৃতিতে মতলব দক্ষিণ উপজেলা কেবল নয়, চাঁদপুর জেলাও সম্মানিত হয়েছে। সেজন্যে পুরো জেলাবাসীর পক্ষ থেকে আমাদের এই অভিনন্দনটুকু জানালাম। আমাদের বিশ্বাস, এমন স্বীকৃতিতে সংগঠনটির কর্মকর্তাবৃন্দ বিশেষ প্রণোদনা অনুভব করবেন এবং সংগঠনটির স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরো অনেক দূর এগিয়ে নিতে ভীষণ উদ্দীপ্ত হবেন। সংগঠনটির জন্যে নিরন্তর অশেষ শুভ কামনা থাকলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়