রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

সড়কটিকে বিপদমুক্ত করা হোক

অনলাইন ডেস্ক
সড়কটিকে বিপদমুক্ত করা হোক

ঝড়ে সড়কের পাশের গাছ পড়লেই হলো, বন বিভাগ খবর পেয়ে গাছ কাটতে দেরি করে না। পারলে গাছ কাটার দায়িত্বপ্রাপ্তরা না-পড়া গাছ কেটে নেয়ার সুযোগ খোঁজে। জনবল সঙ্কটে হোক, অন্য কারণে হোক, বনায়নকৃত সড়কে বন বিভাগের পর্যবেক্ষণ নিয়মিত থাকে না। ফলে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারে না সময়মত। সে ব্যর্থতায় সড়কে সমস্যা তৈরি হয়, বিপদ ঘটে কিংবা আশঙ্কা তৈরি হয়। এমতাবস্থায় গণমাধ্যমে সংবাদও পরিবেশিত হয়। গতকাল চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় ছবি সহকারে পরিবেশিত হয়েছে এমন একটি সংবাদ।

‘সড়কের উপরে হেলে পড়া গাছে যান চলাচলে বিঘ্ন’ শিরোনামে পরিবেশিত সংবাদটিতে লিখা হয়েছে, ফরিদগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের আওতাধীন পূর্ব বড়ালী ইব্রাহিমিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার উত্তর পাশে জনগুরুত্বপূর্ণ সড়কের উপর গাছ হেলে পড়েছে। বিভিন্ন সময় ভারী যানবাহন যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। ওই গাছটির নিচ দিয়ে যানবাহন অতিক্রম করার সুযোগ খুবই কম। বিভিন্ন সময় সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতের অন্ধকারে ও ঘন কুয়াশায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত গতির যানবাহনগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। ঝুঁকে পড়া প্রতিটি গাছের গায়ে গাড়ির আঘাতের প্রচুর ক্ষতচিহ্ন রয়েছে। ফলে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। আর এই অংশের রাস্তা দিন দিন মহাবিপজ্জনক হয়ে উঠে যাত্রীদের কাছে রূপ নিচ্ছে আতঙ্কে। বর্তমানে এই সড়ক দিয়ে ছোট-বড় বহু যানবাহন উপজেলা সদর থেকে প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করার কারণে গাছটি অপসারণ জরুরি হয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের। পথচারী ও এলাকাবাসী দাবির প্রেক্ষিতে বুধবার (৬ ডিসেম্বর) গাছটির স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী। উপস্থিত স্থানীয়দের তিনি জানিয়েছেন, সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে গণমানুষের চলাচলের স্বার্থে গাছটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

আতঙ্ক নিরসনে আশঙ্কামূলক কিছু ঘটার আগে ফরিদগঞ্জ পৌর এলাকার সড়কটি থেকে হেলে পড়া গাছটি কাটার উদ্যোগ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ--এটাই সড়কটিতে চলাচলকারী সকলের প্রত্যাশা। এ ব্যাপারে পৌর মেয়র আশু ব্যবস্থাগ্রহণে আন্তরিক হবেন--তাতে সন্দেহ নেই। আমরা চাই, ঝড়ে বিধ্বস্ত বা অন্য কারণে হেলে পড়া গাছগুলো কাটা হলে সড়কে যেন নূতন গাছ লাগানো হয় এবং সেটি বেড়ে উঠতে সঠিক পরিচর্যা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়