রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০

এবার তবে নিশ্চিত হলো চাঁদপুর জেনারেল হাসপাতালের নিরাপত্তা
অনলাইন ডেস্ক

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিরাপত্তা দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছিলো। সেজন্যে এই হাসপাতালে রোগী, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীসহ অন্য কেউ স্বস্তিতে ছিলো না। রোগী ও রোগীর এটেনডেন্টদের পকেটমার, ব্যাগ কাটা ও চুরির ঘটনা ঘটতো প্রায়শই। রোগী, চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারীর ওপর হামলা কিংবা হামলার প্রচেষ্টার ঘটনা ঘটেছে বহুবার। রোগীর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ এনে সংক্ষুব্ধ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী দ্বারা হাসপাতালে ভাংচুরের ঘটনাও ঘটেছে। এমতাবস্থায় ডাকতে হয়েছে পুলিশ। এজন্যে এই হাসপাতালে পুলিশ বক্স করে সার্বক্ষণিক টহলের দাবি উঠেছিল বহু পূর্বে। কিন্তু পুলিশের জনবল সঙ্কট ও প্রয়োজনীয় অনুমোদন না মিলায় সে দাবি পূরণ হয়নি। তারপরও হাল ছাড়েননি হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক। তিনি হাসপাতালের নিরাপত্তায় সার্বক্ষণিক আনসার নিয়োগের জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখলেন বারবার। সেমতে সুফলও পেয়েছেন অবশেষে। সেটা নিয়েই গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয়েছে শীর্ষ সংবাদ।

‘এবার চাঁদপুর জেনারেল হাসপাতালে আনসার মোতায়েন’ শিরোনামের সংবাদে চাঁদপুর কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান লিখেছেন, আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিরাপত্তায় এবার আনসার দায়িত্ব পালন করবে। ৫ ডিসেম্বর মঙ্গলবার হতে ১২ জন আনসার মোতায়েন করা হয়। ৩ শিফটে চারজন করে আনসার সদস্য ডিউটি করবে বলে জানা যায়। তারা হাসপাতাল চত্বরে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণ, রোগীদের আসা যাওয়ার পথ সুগম, চিকিৎসা সেবা প্রদানে ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবে। এমনকি দালালদের দৌরাত্ম্য বন্ধেও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালের সামনের জটলা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য আনসার মোতায়ন চেয়েছিলাম। অনেক চেষ্টা ও লেখালেখির পর ১২ জন আনসার আমরা পেয়েছি। তারা এখন দায়িত্ব পালন করছে। আশা করি হাসপাতালের সামনে বিভিন্ন যানবাহনের জটলা, পাবলিকের অহেতুক ভিড় ও মেডিকেল রিপ্রেজেনটিভ সমাগম অনেকাংশে কমে আসবে। সেই সঙ্গে দালালদের তৎপরতাও বন্ধ হবে।

আমরা চাঁদপুর জেনারেল হাসপাতালে আনসার নিয়োগে অনুমোদন দেয়ার জন্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। চাঁদপুর জেলা, পাশর্র্^বর্তী লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলাসহ সন্নিহিত অঞ্চলের মানুষের বাসিন্দাদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য ভরসাস্থল এই হাসপাতালটির নিরাপত্তা সহ সামগ্রিক পরিবেশ সুন্দর করার জন্যে আনসার নিয়োগ যে কতোটা কার্যকর হবে, সেটা সহসাই লক্ষ্য করা যাবে। আমরা এমন নিয়োগকে যুগান্তকারী পদক্ষেপ বলে আখ্যায়িত করলে অত্যুক্তি হবে বলে মনে করি না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়