শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০০:০০

আইজিপি পুরস্কার পাওয়ায় জেলা পুলিশকে অভিনন্দন
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলায় সাম্প্রতিক সময়ে সংঘটিত ক্লুলেস চাঞ্চল্যকর হত্যার রহস্য দ্রুত সময়ের মধ্যে উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও মাদক উদ্ধারের সফলতার স্বীকৃতিস্বরূপ এবং অক্টোবর-২০২৩ খ্রিস্টাব্দ মাসের সার্বিক কার্যক্রম বিবেচনা করে পুলিশের মহাপরিদর্শক তথা আইজিপির পক্ষ থেকে চাঁদপুর জেলা পুলিশকে ৩টি পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারগুলো হলো--(১) চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও গ্রেফতার সংক্রান্ত পুরস্কার, (২) চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক হাজীগঞ্জ থানার চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদ্ঘাটনপূর্বক ঘটনার সাথে জড়িত ১০ জন আসামি গ্রেফতার সংক্রান্ত পুরস্কার ও (৩) হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সংক্রান্ত পুরস্কার।

ইতিপূর্বেও আইজিপি মহোদয় প্রশংসিত কাজের জন্য চাঁদপুর জেলা পুলিশকে পুরস্কৃত করেছেন। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা পুলিশ আবারও তিনটি বিশেষ ঘটনায় এ পুরস্কার অর্জন করলো। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, আইজিপির পক্ষ থেকে সাফল্যের এই সম্মাননা ও পুরস্কার জেলার সকল পুলিশ সদস্যকে আরও উজ্জীবিত ও কর্মচঞ্চল করে তুলবে। এই পুরস্কার প্রাপ্তিতে আইজিপিকে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

আমরা চাঁদপুর জেলা পুলিশের সাম্প্রতিক সেরা সাফল্যে মূল্যবান পুরস্কার প্রাপ্তিতে অশেষ অভিনন্দন জানাচ্ছি। বর্তমান পুলিশ সুপার চাঁদপুরে যোগদানের পর আমরা প্রতিটি থানা ও ফাঁড়ি পুলিশকে তাঁর দিকনির্দেশনায় অনেক বেশি সক্রিয় ও অভূতপূর্ব কর্মতৎপর হওয়ার বিষয়টি লক্ষ্য করছি। সেমতে পুলিশের আভিযানিক সাফল্য ও স্বীকৃতি খুব দ্রুতই এসেছে বলে মনে করছি। সাথে সথে নেতৃত্বের দক্ষতার জন্যে পুলিশ সুপারের প্রতি প্রশংসাব্যঞ্জক অভিব্যক্তি প্রকাশ করছি। আমাদের দৃঢ় বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-এর হাত ধরে চাঁদপুর জেলা পুলিশ আরো সাফল্য ও স্বীকৃতিতে ঋদ্ধ হবে। মহান আল্লাহ তাঁর সহায় হোন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়