শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০

এমন মৃত্যু বড্ড বেদনাদায়ক
অনলাইন ডেস্ক

প্রতিনিয়ত কোথাও না কোথাও স্বাভাবিক-অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। কিন্তু অস্বাভাবিক মৃত্যুর মধ্যে কিছু ঘটনা বড্ড বেদনা সঞ্চার করে। এমন একটি বেদনাসঞ্চারী ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার। ‘ক্ষোভে বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু’ শিরোনামের সংবাদে সে ঘটনাটি গতকাল শুক্রবার ছাপা হয়েছে চাঁদপুর কণ্ঠে। সংবাদটিতে প্রবীর চক্রবর্তী লিখেছেন, ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ব্যাডমিন্টন কোটের বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইয়াছিন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন গজারিয়া গ্রামের ইউছুফ মিজি ও কহিনুর বেগম দম্পতির ছোট ছেলে। সে দক্ষিণ গজারিয়া সালেহা দ্বীনিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

জানা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের মিজি বাড়ির পশ্চিম পাশে বালুর মাঠে একটি ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করে স্থানীয় শিশু-কিশোররা। বুধবার (২২ নভেম্বর) রাতে ইয়াছিনকে ব্যাডমিন্টন খেলতে না দেয়ায় সে মনঃক্ষুণ্ণ হয়। রাগের বশবর্তী হয়ে ইয়াছিন বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ব্যাডমিন্টন কোটের বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

আমাদের দেশে শীতকালে রাতের বেলা ব্যাডমিন্টন খেলা দেখা যায় ব্যাপকভাবে। শীতের আবহ টের পেলেই শিশু-কিশোর-তরুণ-যুবক সহ বিভিন্ন বয়সী মানুষ ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নেয়া শুরু করে। বর্তমান সময়টা সেই প্রস্তুতির সময়। অথচ সে সময়টাতেই ঘটে গেল দুর্ঘটনা। ফরিদগঞ্জে সে দুর্ঘটনায় কিশোর ইয়াছিনের ঘটলো মর্মান্তিক মৃত্যু। এ মৃত্যু যেমন সবাইকে শোক ও বেদনায় মুহ্যমান করেছে, তেমনি ব্যাডমিন্টনে বিদ্যুৎ ব্যবহারকেন্দ্রিক সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রতিটি এলাকায় সতর্কতা জারি তথা ঝুঁকি এড়ানোর কৌশল সম্পর্কে অবহিতকরণের উদ্যোগ নেয়া ঔচিত্যের পর্যায়ে পড়ে বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়