শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

কেবল দু ভরি স্বর্ণের জন্যে ডাকাতি?

কেবল দু ভরি স্বর্ণের জন্যে ডাকাতি?
অনলাইন ডেস্ক

সোমবার চাঁদপুর কণ্ঠে ‘মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতি ॥ আহত ৪’ শিরোনামে প্রকাশিত সংবাদে লিখা হয়েছে, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার ঠাকুরচর গ্রামে ১৯ নভেম্বর রোববার রাত আনুমানিক ২টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে এবং ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঠাকুরচর গ্রামের মৃত হাবিব উল্লাহ মিয়াজীর ছেলে মাহিউদ্দিন মিয়াজী (৪০) জানান, ১০/১২ জনের ডাকাত দল অস্ত্র নিয়ে বারান্দার দরজা ভেঙ্গে তাদের ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাত দল মাহিউদ্দিন মিয়াজী, তার ভাই আলাউদ্দিন (৩৫) ও সালাউদ্দিন, মা খায়রুননেছা (৭০)কে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ডাকাতরা মাহিউদ্দিন ও আলাউদ্দিনের স্ত্রীর পরনে থাকা দুটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার আনুমানিক ওজন ২ ভরি (মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা)। ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সকালে ডাকাতির খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পিবিআই) ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক জানান, ডাকাতির ঘটনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির খোকন, পিবিআই ও মতলব উত্তর থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। এছাড়াও মতলব উত্তর থানার একটি বিশেষ টিম কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের গ্রেফতার ও আইনের আওতায় আনতে পারবো।

কিছুদিন আগে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে সংঘটিত ডাকাতির ঘটনায় সনাতনী ধর্মাবলম্বী এক বৃদ্ধ দম্পতি খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ এটি যে নিছক ডাকাতি ছিলো না, সেটি প্রমাণে সক্ষম হয়। ধনী ও প্রভাবশালী প্রতিবেশীর সম্পত্তি গ্রাসের কুচিন্তা থেকেই অন্যের কেয়ারটেকার এই দম্পতি খুন হয়েছেন এবং এই খুনের সাথে সংশ্লিষ্ট প্রায় সকলকেই পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। ১৯ নভেম্বর রোববার রাতে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর এলাকার ঠাকুরচর গ্রামে যে ডাকাতি সংঘটিত হয়েছে, তাতে ডাকাতরা মধ্যবিত্ত পরিবারের দুজন গৃহবধূর পরিহিত দু ভরি স্বর্ণালঙ্কার নিয়েছে। কোনো নগদ টাকা বা মূল্যবান মালামাল নেয়নি। ডাকাতরা ঘরে ঢুকেই চারজনকে কুপিয়ে এতোটা আহত করেছে যে, তাদের সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় নিয়ে ভর্তি করাতে হয়েছে। মতলব উত্তর থানা পুলিশ সহ পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের বিশ্বাস, পুলিশ এটি নিতান্তই ডাকাতি না অন্য কিছু, সেটি আধুনিক প্রযুক্তির কল্যাণে ও অত্যাধুনিক তদন্ত প্রক্রিয়ায় অতি দ্রুতই উদ্ঘাটন করতে সক্ষম হবে। বলা দরকার, শীতের পদধ্বনিতে ডাকাতের পদধ্বনি জোরালো হয়। সেজন্যে বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা বৃদ্ধি পায়। এমতাবস্থায় ডাকাত ও ডাকাতি প্রতিরোধে সতর্কতামূলক কী কী করা যায়, সে ব্যাপারে প্রতিটি থানার পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা বা অন্য কিছু করা যায় কিনা সেটি ভেবে দেখার জন্যে শুধু চাঁদপুর জেলা পুলিশ নয়, দেশের সকল জেলা পুলিশের প্রতি অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়