প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০

বাল্য বিবাহের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ বলতেই আমরা বুঝি, আইনের খড়গ উঁচিয়ে জেল-জরিমানা করা। কোথাও বাল্য বিবাহ হচ্ছে, এমন খবর জেনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পুলিশ সহ সংশ্লিষ্ট অন্য সকলকে নিয়ে হাজির হওয়া, বিয়ের আসর ভেঙ্গে দিতে যাবতীয় সকল ব্যবস্থাগ্রহণ করা মানেই বাল্য বিবাহবিরোধী অতি চেনা চিত্র। কিন্তু বাল্য বিবাহের শিকার হতে যাওয়া কোনো মেয়ের ভূমিকায় যদি স্থানীয় প্রশাসন জেল-জরিমানা ছাড়া কোনো বাল্য বিবাহ বন্ধ করে দেয় এবং সেজন্যে মেয়েটিকে পুরস্কৃত করে, তাহলে সেটিকে ব্যতিক্রম প্রয়াসই বলতে হয়। এমন একটি ঘটনাই গতকাল জানা গেল চাঁদপুর কণ্ঠ পড়ে।
‘কিশোরীর সাহসিকতাকে পুরস্কৃত করলো উপজেলা প্রশাসন’ শিরোনামের একটি সংবাদে চাঁদপুর কণ্ঠে লিখা হয়েছে, বাল্যবিবাহ এক সামাজিক ব্যাধি। এই অভিশাপ দূরীকরণে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। বুধবার চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিলো। মেধাবী ও সাহসী হামিদা জাকির জয়িতা স্থানীয় আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর দশম শ্রেণির ছাত্রী। তার সাহসিকতা, আত্মবিশ্বাস ও প্রত্যয়ে উক্ত বাল্যবিয়ের আয়োজন চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের দ্রুত পদক্ষেপে জয়িতা ওই মেয়ে বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পায়। ১৬ নভেম্বর সদর উপজেলা প্রশাসন দারুণ আত্মবিশ্বাসী ও সাহসী জয়িতাকে পুরস্কৃত করে। তার হাতে তুলে দেয়া হয় অমূল্য উপহার বই। এ সময় জয়িতার বাবা-মা ও আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক গোফরান হোসেন উপস্থিত ছিলেন।
বাল্য বিবাহবিরোধী কার্যক্রম নিয়ে প্রায়শই নানা সংবাদ চোখে পড়ে গণমাধ্যমে। কিন্তু এ সংবাদটিকে ব্যতিক্রমই মনে হয়েছে। এই সংবাদে বাল্য বিবাহের শিকার হতে যাওয়া মেয়েটির সাহসিকতাকে মূল্যায়ন করতে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগটি তুলে ধরা হয়েছে। এই মূল্যায়ন দেখে আরো অনেক কিশোরী মেয়ে বাল্য বিবাহবিরোধী স্বীয় ভূমিকাকে নিশ্চিত করতে সাহসী হয়ে উঠতে প্রণোদনা লাভ করবে--তাতে সন্দেহের অবকাশ নেই। আমরা এজন্যে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সুন্দর মানসিকতা ও ইতিবাচকতার প্রশংসা না করে পারছি না। ব্যয়বহুল নয়, কিন্তু সুফল সুদূরপ্রসারী--এমন কিছু কাজ দিয়ে সমাজকে বদলে দেয়ার প্রয়াস নিতে উদ্ভাবনী চিন্তা-চেতনায় ঋদ্ধ হওয়া লাগে, এটি জনাব সাখাওয়াত জামিল সৈকত একজন কিশোরীর সাহসিকতাকে মূল্যায়ন করে বুঝিয়ে দিলেন। আমরা তাঁর কাছ থেকে এমন আরো অনেক ব্যতিক্রম কিছু প্রত্যাশা করলে সেটা আত্যন্তিক হবে বলে মনে করি না।