রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০০:০০

বিতর্কে আজ একটি রেকর্ড গড়ার পথে পা বাড়ানোর দিন
অনলাইন ডেস্ক

আজ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার দ্বাদশ তথা ১২তম আসর শুরুর দিন। ২০২০ সালের মার্চে যে আসর শুরুর কথা, প্রায় সাড়ে তিন বছরের দীর্ঘ প্রতীক্ষার পর সে আসর আজ চাঁদপুর জেলার প্রত্যন্ত এলাকা কচুয়ার রহিমানগরে শুরু হচ্ছে। বিতর্ককে কেবল জেলা সদরকেন্দ্রিক না রেখে প্রান্তিক পর্যায়ে উপজেলা ও গ্রামেও ছড়িয়ে দেয়ার যে প্রয়াস ২০০৯ সাল থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স লিঃ ও চাঁদপুরের প্রথম দৈনিক চাঁদপুর কণ্ঠ চাঁদপুর জেলাব্যাপী শুরু করেছিলো, সেটির ১২ বছর তথা যুগপূর্তি উদযাপন হওয়ার কথা ছিলো ২০২০ সালে। কিন্তু বৈশ্বিক মহামারি করোনার কারণে যুগপূর্তি সময়ের হিসেবে হলেও উদযাপনের আনুষ্ঠানিকতায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। অথচ জেলার ১৫০টি বিতর্ক দল নিয়ে প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণ ও উপকরণসহ সকল প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছিলো। করোনা-দুর্যোগ কাটানোর পর সেই প্রস্তুতিতেই আজ শুরু হচ্ছে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের যুগপূর্তি উদযাপনের সূচনা। নিঃসন্দেহে এ দিনটি চাঁদপুর কেনো, বাংলাদেশের ইতিহাসে কোনো একটি জেলায় একক স্পন্সরে বিতর্ক প্রতিযোগিতার ধারাবাহিক আয়োজনের বিরল রেকর্ড গড়ার পথে পা বাড়ানোর দিন।

বিতর্কে যুগপূর্তির যে শুভসূচনা আজ চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ) কচুয়া সিকেডিএফের সর্বাত্মক সহযোগিতায় ১৪টি বিতর্ক দলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার ‘প্রান্তিক’ নামক পর্বের মধ্য দিয়ে শুরু করছে, সেটি চাঁদপুর জেলার বাকি সাতটি উপজেলায় অনুরূপ পৃথক আয়োজনে জেলার মোট দেড়শ’টি দলের মধ্যে সম্পন্ন করবে এবং তারপর অভিযাত্রা, অগ্রযাত্রা, জয়যাত্রা, জয়ধ্বনি ও উল্লাস নামক পর্বগুলোর মধ্য দিয়ে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। ২০২৪ সালের ১৭ জুন চাঁদপুর কণ্ঠের ৩০ বছর তথা তিন দশকপূর্তির দিনে বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ-বিশ্ববিদ্যালয়, সংসদীয় ও ইংরেজি গ্রুপে অর্থাৎ পাঁচটি গ্রুপে জেলার চ্যাম্পিয়নদের মাঝে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিতরণ করা হবে নগদ অর্থ পুরস্কার, মূল্যবান বই ও সনদ। এছাড়া আরো আকর্ষণ তো রয়েছেই।

আজ চাঁদপুর জেলার বিতর্কে গৌরবজনক অধ্যায় রচনার পথে যে যাত্রা শুরু হবে, সেটি শেষ হতে সময় লাগবে নয় মাস। এটা একেবারে কম সময় নয়। অনেক ধৈর্য, শ্রম-ঘাম-অর্থ যে বিনিয়োগ হবে, সেটি বলতে দ্বিধা নেই। এজন্যে দরকার সকলের সমর্থন, দোয়া ও সর্বাত্মক সহযোগিতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়