রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে সেই মাদ্রাসা অধ্যক্ষের অনুসারী?
অনলাইন ডেস্ক

আমরা নিশ্চয়ই ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি (১৯)-এর কথা ভুলে যাইনি। যে কিনা লম্পট-চরিত্রের অধিকারী ওই মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজউদ্দৌলা (৫৭) কর্তৃক শ্লীলতাহানির শিকার হয়ে থানায় অভিযোগ করার কারণে ক্ষুব্ধ অধ্যক্ষের ষড়যন্ত্রে ২০১৯ সালের ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে অগ্নিদগ্ধ হন এবং ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১০ এপ্রিল মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক দাখিলকৃত অভিযোগপত্রের আলোকে আদালত মাদ্রাসার কুলাঙ্গার অধ্যক্ষ সিরাজ, সোনাগাজী আওয়ামী লীগ সভাপতি, সোনাগাজী পৌরসভার এক কাউন্সিলর, মাদ্রাসার দুশিক্ষক ও ১১ জন শিক্ষার্থীসহ মোট ১৬ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। প্রায় চার বছর আগের এই ঘটনা দেশবাসীর মন থেকে মুছে না যেতেই চাঁদপুরের ফরিদগঞ্জে খুঁজে পাওয়া গেলো কুখ্যাত সেই মাদ্রাসা অধ্যক্ষ সিরাজের অনুসারী (!) এক মাদ্রাসা সুপারকে, যাকে নিয়ে গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয়েছে একটি সংবাদ, যে সংবাদের শিরোনাম হয়েছে ‘ফরিদগঞ্জে মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ’।

সংবাদটিতে লিখা হয়েছে, ফরিদগঞ্জ উপজেলাধীন গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া ওল্ড স্কীম দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনার বিচার দাবি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার শিকার শিক্ষার্থীর ভাই। যদিও মাদ্রাসার সুপার অভিযোগ অস্বীকার করেছেন। লিখিত অভিযোগের তথ্যসূত্রে জানা যায়, ঘটনার দিন মাদ্রাসার সুপার মাওঃ আবুল বাসার ওই শিক্ষার্থীর আপত্তিকর স্থানে হাত দিয়ে স্পর্শ করেন, পরে ওই শিক্ষকের কাছে ঘটনার শিকার শিক্ষার্থী দূরত্ব বজায় রাখলে তিনি শিক্ষার্থীর ওপর ক্ষিপ্ত হয়ে শারীরিকভাবেও আঘাত করেন। ওই শিক্ষার্থী মাদ্রাসায় যেতে না চাইলে তার কারণ দর্শানোর সময় ওই শিক্ষার্থী তার ভাইকে বিষয়টি অবগত করে। এতে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মাদ্রাসা সুপার মাওঃ আবুল বাসার বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। এটি আদৌ সত্য নয়। মাদ্রাসার সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, বিভিন্ন শিক্ষার্থীর মাধ্যমে আমি বিষয়টি অবগত হয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ. কে. মোঃ আলী জিন্নাহ এ প্রতিবেদককে বলেন, শিক্ষার্থীকে যৌন হয়রানির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

আমরা ফরিদগঞ্জের এই মাদ্রাসা সুপার মাওলানা আবুল বাসারকে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কুলাঙ্গার অধ্যক্ষ ও তার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার মূল নায়ক সিরাজের পুরোপুরি অনুসারী হবার আগেই মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত তদন্তসাপেক্ষে জরুরি ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় পরিস্থিতি ঘোলাটে হয়ে যেতে পারে, যেটি সামাল দেয়ার মতো দক্ষতা অনেক ক্ষমতবান নাও দেখাতে পারেন। আমরা বিষয়টিতে মাথা ঘামানোর জন্যে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশুদৃষ্টি কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়