প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর একটি শান্তিপূর্ণ শহর ও জেলা হিসেবে দেশের সকল মহলে পরিচিত। বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তাগণ বরণ ও বিদায়কালে চাঁদপুর সম্পর্কে যা বলেন, তাতে অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি শ্রোতা এবং পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদের পাঠক-শ্রোতাদের উদ্দীপ্ত না হওয়া ছাড়া উপায় থাকে না। সেই চাঁদপুরে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। হাজীগঞ্জের বড়কুলে নিরীহ হিন্দু দম্পতি খুন সহ জেলার বিভিন্ন স্থানে বড়ো ধরনের চুরি ও নানা ঘটনায় পুরো জেলাবাসী অস্বস্তির মধ্যে আছে। গণমাধ্যমকর্মীরাও সুখে নেই। ক্রাইম জোন তথা অপরাধ প্রবণ এলাকা নয়, এমন স্থানেও খুনখারাবি হওয়ায় তারা রীতিমত বিস্মিত। যেমন-চাঁদপুর শহরের মূল পুরাণবাজার এলাকায় মাদকসহ নানা ছোটখাট ঘটনায় মারামারি হয়, হতাহতের ঘটনা মাঝেমধ্যে ঘটে, কিন্তু পুরাণবাজার সংলগ্ন নিভৃত গ্রামীণ এলাকায় এমনটি ঘটে না বললেই চলে। কিন্তু সেখানেও অভাবিতভাবে খুনের ঘটনা ঘটায় চাঁদপুরে কণ্ঠে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে সংবাদ শিরোনাম হয়েছে।
‘পুরাণবাজার রঘুনাথপুরে রিকশা চালক খুন!’ শিরোনামের এমন সংবাদে প্রতিবেদক লিখেছেন, চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার একটি খাল থেকে দুলাল হাওলাদার (৫৫) নামে এক রিকশাচালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ রঘুনাথপুর ইয়াকুব বেপারী বাড়ির খালপাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
দুলাল হাওলাদার ভোলার চরফ্যাশন উপজেলার মৃত আবদুর রশিদ হাওলাদারের ছেলে। স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিকশা চালিয়ে কোনো রকম সংসার চালাতেন দুলাল। প্রতিদিনের মতো বুধবার রাতে রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি। গত বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রঘুনাথপুর-বালিয়া রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ খালে পড়ে থাকতে দেখে গ্রাম পুলিশের মাধ্যমে থানা পুলিশে খবর দেয়। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্ত্রী তার স্বামীর মৃতদেহ শনাক্ত করেন। তাকে খুন করে রিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রিকশা চালক দুলালকে হত্যা করে মরদেহ খালে ফেলে তার ব্যাটারী চালিত রিকশাটি নিয়ে পালিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। চাঁদপুর সদর মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম বলেন, নিহত দুলালের মাথায় ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। আঘাতের চিহ্ন দেখে ধারণা হচ্ছে, রিকশা ছিনতাই করতে এ হত্যাকাণ্ড হতে পারে।
সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারীচালিত ইজিবাইক/অটোবাইক চুরি/ছিনতাই প্রায়শই হয়। সেজন্যে হতাহতের ঘটনাও ঘটে। অপরদিকে রিকশা চুরি হয়, তবে ছিনতাইয়ের জন্যে সচরাচর হতাহতের ঘটনা ঘটে না। এবার পুরাণবাজারে সেটা ঘটেছে। সেজন্যে পরিস্থিতিকে অস্বাভাবিক ও উদ্বেগজনক মনে হচ্ছে। এতে ‘দিনের চাঁদপুরের চেয়ে রাতের চাঁদপুর অধিক নিরাপদ’ বলে যে কথাটি প্রচলিত আছে, সেটিই কার্যত বিপন্নতায় আক্রান্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছে। এমতাবস্থায় পুলিশের পক্ষ থেকে রাতের চাঁদপুরের নিরাপত্তা সর্বোচ্চ নিশ্চিতকরণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণের জোর অনুরোধ জানাচ্ছি।