রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চিকিৎসকের এমন আচরণ জবাবদিহির দাবি রাখে
অনলাইন ডেস্ক

দৈনিক চাঁদপুর কণ্ঠে গত রোববার ‘হাজীগঞ্জের চিকিৎসকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ফরিদগঞ্জে মানববন্ধন’ শিরোনামের সংবাদটি অনেক পাঠকের কৌতূহলী নজর কেড়েছে। সংবাদটিতে শামীম হাসান লিখেছেন, সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে সরকারি হাসপাতালে চিকিৎসা দিতে অবহেলা বন্ধ করে জীবনের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী। ৯ আগস্ট শনিবার বিকেলে ফরিদগঞ্জের ৫নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ফকির বাজারে সড়কের পাশে সড়ক দুর্ঘটনা রোধে সড়ককে নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সরকারি হাসপাতালের কর্মকর্তাদের অবহেলায় মেধাবী ছাত্র ও স্বেচ্ছাসেবী মোঃ রাশেদুল আলমের নির্মম মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়েছে। প্রেরণা সামাজিক সংঘের আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অনেকে।

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর বুধবার প্রেরণা সামাজিক সংঘের প্রতিষ্ঠাতা সদস্য রাশেদুল আলমের সাথে অপর তিন যাত্রী সিএনজি অটোরিকশাযোগে হাজীগঞ্জ থেকে ফকির বাজার আসার সময় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন সিএনজি অটোরিকশায় থাকা ৪জন যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাজীগঞ্জের আলীগঞ্জস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অভিভাবক ছাড়া চিকিৎসা করা যাবে না অহেতুক এমন কারণ দেখিয়ে যথাসময়ে চিকিৎসা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। কিছু সময়ের ব্যবধানে হাসপাতালেই মৃত্যু হয় স্বেচ্ছাসেবী রাশেদুল আলমের। আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন সিএনজিতে থাকা অপর তিন যাত্রী।

সড়ক, নৌ ও রেলপথের দুর্ঘটনা সহ প্রাকৃতিক দুর্যোগজনিত দুর্ঘটনায় আহত কাউকে সরকারি হাসপাতালে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অভিভাবকের উপস্থিতির আবশ্যকতার বিষয়টি আমরা এই প্রথম জানলাম। এ সংক্রান্ত কোনো সরকারি নির্দেশনা হাজীগঞ্জ উপজেলা হাসপাতালে সর্বপ্রথম এসেছে কিনা সেটা আমাদের জানা নেই। যদি এসেও থাকে তবে সেটা অমানবিক এবং পুনর্বিবেচনাযোগ্য। আমরা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফরিদগঞ্জের স্বেচ্ছাসেবী রাশেদুল আলমকে চিকিৎসাসেবা দিতে অনীহা প্রদর্শনকারী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান (সিভিল সার্জন) কর্তৃক জবাবদিহির আওতায় আনা কিংবা এ ব্যাপারে তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়