শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ডাঃ সুজাউদ্দৌলা রুবেলের মৃত্যুতে গভীর শোক

ডাঃ সুজাউদ্দৌলা রুবেলের মৃত্যুতে গভীর শোক
অনলাইন ডেস্ক

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে কর্মরত দীর্ঘদিনের জনপ্রিয় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও চাঁদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডাঃ সুজাউদ্দৌলা রুবেল গত শনিবার বিকেল ৩টায় মাত্র ৪৭ বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করলেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মৃত্যুর সংবাদটি পুরো চাঁদপুর জেলাবাসীর কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হয়েছে। কেননা ২০২০ সালে করোনা মহামারীর শুরু থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি করোনা বিষয়ে জেলার প্রধান ফোকাল পার্সন হিসেবে চাঁদপুর জেনারেল হাসপাতালে যে অক্লান্ত চিকিৎসাসেবা দিয়েছেন, তাতে তিনি করোনাযোদ্ধা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। শুধু কি তাই, তার স্ত্রী ডাঃ সাজেদা পলিন ( বর্তমানে নড়াইলের সিভিল সার্জন) চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ভার্চুয়ালি করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে অবদান রেখে আরেক করোনা যোদ্ধা হিসেবে স্বীয় পরিচিতি ও সুনাম ছড়িয়ে দেন সকল মহলে। এজন্যে রুবেল-পলিন দম্পতি সরকারি-বেসরকারিভাবে স্বীকৃতিস্বরূপ অনেক সম্মাননা লাভ করেন। সম্প্রতি ডাঃ পলিন নড়াইল জেলায় সিভিল সার্জন হিসেবে বদলি হয়ে তাঁর দীর্ঘদিনের কর্ম এলাকা চাঁদপুর জেলা ত্যাগ করেন। আর ডাঃ রুবেল চাঁদপুর মেডিকেল কলেজে প্রভাষক হিসেবে বদলি হয়ে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল চাঁদপুর জেনারেল হাসপাতাল ত্যাগ করেন। তবে প্রাইভেট প্র্যাকটিস করে তিনি চাঁদপুরের মানুষের কাছাকাছি ছিলেন। এমনকি তাঁর স্ত্রী ডাঃ পলিনও সপ্তাহান্তে নড়াইল থেকে চাঁদপুর এসে স্বামীর সাহচর্যে থেকে চাঁদপুরবাসীকে চিকিৎসাসেবা দেয়ার প্রয়াস অব্যাহত রেখেছিলেন। ডাঃ রুবেলের অকাল মৃত্যতে চাঁদপুরে ডাঃ রুবেল-ডাঃ পলিন দম্পতির কর্মবহুল 'চিকিৎসা-যুগে'র অবসান ঘটতে যাচ্ছে।

ডাঃ সুজাউদ্দৌলা রুবেল চিকিৎসক হিসেবে যেমন ছিলেন, তারচে' সহকর্মীবান্ধব ও সদ্ব্যবহারকারী একজন মানুষ হিসেবে সাধারণ্যে বিশেষভাবে পরিচিত ছিলেন। সরকারি চাকুরির পাশাপাশি সমাজকর্মে অবদান রাখার জন্যে তিনি চাঁদপুর রোটারী ক্লাবে সদস্যপদ গ্রহণ করেন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে প্রকাশ্য-গোপনে আর্থিক সহযোগিতা অব্যাহত রাখেন। এভাবে জন্মসূত্রে বরিশালের বাসিন্দা হয়েও তিনি চাঁদপুরের মানুষের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তিনি বৃদ্ধ মা-বাবার সেবা-শুশ্রƒষা-যত্নেও দিয়েছেন সুসন্তানের পরিচয়। অথচ সে মানুষটি জন্মক্রম রক্ষা করে পৃথিবীতে আসলেও মৃত্যুক্রম রক্ষা না করেই বড্ড অকালে অসময়ে আকস্মিকভাবে পৃথিবী ত্যাগ করে শোকের সে কী গভীর ম্লানিমায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের আচ্ছন্ন করে গেলেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগীবান্ধব সার্জারির চিকিৎসক ডাঃ মনিরুল ইসলামের অকাল মৃত্যুর গভীর শোক মন থেকে মুছে না যেতেই আরেকজন মানবিক ও গুণী চিকিৎসক ডাঃ সুজাউদ্দৌলা রুবেলকে হারানোর শোক চাঁদপুরবাসীকে সংবরণ করতে সত্যিই অনেক কষ্ট হচ্ছে। কেননা এই মৃত্যুতে চাঁদপুরের চিকিৎসাঙ্গনে এতোটা ক্ষতি হলো, যে ক্ষতি সহজে পূরণ হবার নয়। আমরা ডাঃ রুবেলের মৃত্যুতে চাঁদপুর কণ্ঠ পরিবার ও চাঁদপুর জেলাবাসীর পক্ষে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা ডাঃ রুবেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে পরকালে জান্নাতুল ফেরদাউস নসিব করুন--সে প্রার্থনা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়