শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০০:০০

ফুটবলার আবু রায়হান শাওনের জন্যে শুভ কামনা

ফুটবলার আবু রায়হান শাওনের জন্যে শুভ কামনা
অনলাইন ডেস্ক

চাঁদপুরের পত্রিকাগুলোর মধ্যে একমাত্র চাঁদপুর কণ্ঠেই পাক্ষিক হিসেবে ‘ক্রীড়াকণ্ঠ’ নামে খেলাধুলা বিষয়ে নিয়মিত একটি পাতা প্রকাশিত হয়ে থাকে। এতে বিভাগীয় সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম স্থানীয় ক্রীড়া প্রতিভাসহ ক্রীড়া সংক্রান্ত সমস্যা-সম্ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করেন। গেল মঙ্গলবারের সংখ্যায় একজন আড়ালে থাকা উদীয়মান ফুটবলার আবু রায়হান শাওনকে তিনি তুলে ধরেছেন, যে কিনা বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ ফুটবল দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে গতকাল ভুটান পাড়ি জমিয়েছেন। এই চ্যাম্পিয়নশিপের খেলাগুলোতে অংশ নিবে বাংলাদেশসহ ৭টি দেশ। বাংলাদেশ দলটি গতকাল ৩০ আগস্ট ভুটানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে। এই দলে সুযোগ পাওয়া চাঁদপুরের আবু রায়হান শাওনের বিষয়টি নিশ্চিত করেছেন তার কোচ, চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীর ফুটবল কোচ ও সাবেক জাতীয় ফুটবলার আনোয়ার হোসেন মানিক এবং জাহাঙ্গীর গাজী। বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৬ দলটি আগামীকাল ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের সাথে। খেলা অনুষ্ঠিত হবে ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে। বাফুফে সূত্রে জানা যায়, সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া অনূর্ধ্ব ১৬ ফুটবল দলের খেলাগুলো ভুটানের থিম্পুতে ১ সেপ্টেম্বর শুরু হবে এবং ১০ সেপ্টেম্বর শেষ হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত ক্লাব হচ্ছে চাঁদপুর সোনালী অতীত ক্লাব। সারা জেলা থেকেই বাফুফের অন্তর্ভুক্ত ক্লাবগুলোর খেলোয়াড়দের নিয়ে ঢাকায় বাছাই অনুষ্ঠিত হয়। সেই বাছাইতে চাঁদপুর সোনালী অতীত ক্লাবের ২ জন ফুটবলার সুযোগ পান। এর মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপে শাওন দলে সুযোগ পান। এই সুযোগ পাওয়ার ক্ষেত্রে চাঁদপুর সোনালী অতীত ক্লাবের ফুটবল কোচ আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর গাজীর সহযোগিতা রয়েছে।

আবু রায়হান শাওনের বাড়ি চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকায়। তার বাবার নাম নুরুল ইসলাম গাজী ও মায়ের নাম রহিমা বেগম। ২ ভাই ও ১ বোনের মধ্যে সে সবার ছোট। সে এসএসসি পাস করেছে চাঁদপুর শহরের গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুল থেকে। সে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দলের সাথে অনেকদিন ধরেই অনুশীলনে রয়েছেন। তাকে তরপুরচন্ডী এলাকায় ফুটবলার শাওন নামে সকলেই চিনে। তিনি স্থানীয় একুশে ক্লাবের হয়ে জেলা শহরের বিভিন্ন স্থানে ফুটবল খেলেছেন। বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৬ দলের হয়ে বিদেশের মাটিতে আবু রায়হান শাওন সুযোগ পাওয়াতে তার পরিবারসহ পুরো এলাকার সকলের মাঝেই আনন্দ শুরু হয়েছে। শাওনের পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী আশা করছেন, আশির দশকের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফরিদগঞ্জের রেজাউল ও রাফির পর সদরের আবু রায়হান শাওন খেলবেন।

শাওনের মা রহিমা বেগমের সাথে ক্রীড়াকণ্ঠ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, আমার ছেলে দেশের হয়ে বিদেশে খেলতে গেছে। এতে তো মা হয়ে আমি অনেক খুশি। আমার ছেলের ফুটবলার হওয়ার পেছনে ফুটবল কোচ মানিক ও জাহাঙ্গীর স্যারের অসামান্য অবদানের জন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ছেলে অনেক অভাব অনটনে থেকেও নিয়মিত স্কুলের পড়াশোনার পাশাপাশি চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীতে অনুশীলন করতো। এই একাডেমীতে খেলার কারণেই ঢাকায় ফুটবলারদের বাছাইতে অংশ নিয়েছিলো। গত ৯ মাস ধরে ঢাকাতে সে অনুশীলন করছে। মাঝে মাঝে ছুটি নিয়ে বাড়িতে আসলেও খেলার জন্যে আবার চলে যেতো। আমার ২ ছেলের মধ্যে বড় ছেলে ফজলে রাব্বি ও আমার মেয়ের জামাই মোঃ খোরশেদ আলম তাকে খেলাধুলার ব্যাপারে অনেক সহযোগিতা করেছে। তার বড় ভাই তার ফুটবল খেলার জন্যে সবসময়ই সহযোগিতা করেছে। শাওন হাই স্কুলে ওঠার পরই আমাকে বলে সে ফুটবল খেলবে এবং ফুটবলার হবে। আমি নিজে গিয়ে তাকে সোনালী অতীত ফুটবল একাডেমীতে ভর্তি করিয়ে দিয়ে আসি। অনেক দরিদ্রতার মধ্য দিয়েও সে নিয়মিত ফুটবল খেলে গেছে। ও নিজে ১ হাজার টাকা জমিয়ে ভর্তি হয় ফুটবল একাডেমিতে। ওই সময় আমার মেয়েকে বিয়ে দিতে গিয়ে অনেক হিমশিম খেতে হয়েছে। আমার বড় ছেলে টিউশনি করে ওকে ফুটবল প্র্যাকটিসের সকল কিছু জোগাড় করে দিয়েছে। সে যেনো দলের হয়ে দেশের জন্যে ভালো ফুটবল খেলতে পারে আমি আল্লাহতায়ালার কাছে এই দোয়া করি। আমি দোয়া করি, আমার ছেলে যেনো ভবিষ্যতে জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে।

আবু রায়হান শাওনের চাঁদপুরের ফুটবল কোচ আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর গাজী বলেন, শাওনের মা আমাদের একাডেমীতে তাকে ভর্তি করিয়ে দেন। তারপর আমরা দুজন মিলে তাকে খেলার জন্যে বুটসহ সকল কিছু দিয়েই সহযোগিতা করেছি। তাকে ঢাকায় খেলানোর ব্যাপারে আমাদের সকল ধরনের সহযোগিতা ছিলো। শুরু থেকেই ফুটবল খেলার ব্যাপারে তার অনেক আগ্রহ ছিলো। নিয়মিতই সে ফুটবল অনুশীলন করার জন্যে একাডেমিতে চলে আসতো। সে যেনো সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায় সেজন্যে আমরা সকলের কাছে তার জন্যে দোয়া প্রার্থনা করছি ।

তরপুরচন্ডী এলাকার সন্তান ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, একুশে ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ক্রীড়াবিদ অ্যাডঃ আব্দুল হান্নান কাজী জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি শাওনের অনেক আগ্রহ রয়েছে। সে আমাদের ক্লাবের হয়ে অনেক স্থানেই ফুটবল খেলেছে। আমি তার খেলা দেখে তার মাকে নিজেই অনুরোধ করি তাকে সোনালী ফুটবল একাডেমীতে ভর্তি করিয়ে দেয়ার জন্যে। এখনও ঢাকা থেকে আসলে ছুটে আসে আমাদের সাথে ফুটবল খেলার জন্যে। শাওন যে কষ্টের মধ্যে থেকে ফুটবল অনুশীলন চালিয়ে গেছে ও যাচ্ছে, ভবিষ্যতে সে জাতীয় ফুটবল দলে খেলবে-- এই প্রত্যাশা করছি।

ফুটবলার আবু রায়হান শাওনের জন্যে আমাদের অনেক শুভ কামনা থাকলো। চাঁদপুরের দুটি ক্রিকেট একাডেমির কল্যাণে অনেক ক্রিকেটারের উত্থান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে তাদের অংশগ্রহণের মাধ্যমে চাঁদপুরের মুখ উজ্জ্বল হলেও ফুটবলে সেটা ছিলো ম্লান। আবু রায়হান শাওন সে ম্লানিমা ঢেকে দেয়ার জন্যে একের পর এক সাফল্য করায়ত্ত করুক এবং দেশ তথা চাঁদপুরের মুখ উজ্জ্বল করুক--তার জন্যে জেলাবাসীর পক্ষে চাঁদপুর কণ্ঠ পরিবার নিরন্তর সে শুভ কামনা করে চলবে। আমরা আবু রায়হান শাওনের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য আন্তরিকভাবে কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়