রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০০:০০

এমন কঠোর ব্যবস্থাতেই ভুয়ারা হতে পারে হাওয়া!

এমন কঠোর ব্যবস্থাতেই ভুয়ারা হতে পারে হাওয়া!
অনলাইন ডেস্ক

আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাধারী, সরকারি পর্যায়ে দেশে ও বিদেশে উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত, দেশে-বিদেশে বিশেষ কোর্স সম্পন্নকারী অভিজ্ঞ/বিশেষজ্ঞ চিকিৎসকদের অনেকে (অধিকাংশ লিখলে বোধহয় ভুল হবে না) পেশাগত ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে কোণঠাসা ও অপপ্রচারের শিকার হয়ে আছেন। এর পেছনে চিকিৎসাসেবার নামে শানওয়ালা কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের দালালনির্ভর অপতৎপরতা যে প্রকাশ্য-অপ্রকাশ্য কাজ করছে সেটা উচ্চকণ্ঠ হয়ে বলার প্রয়োজন পড়ছে না। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু পদক্ষেপ গ্রহণের পর খবরদারি-কর্তৃপক্ষের চুপসে যাওয়ার কারণে দালালরা গর্তে লুকানো সাপ বা ইঁদুরের ন্যায় সুযোগ বুঝে তৎপরতা চালানোর প্রয়াস নেয়। এতে প্রকৃত চিকিৎসকরা কম-বেশি ক্ষয়ক্ষতির কবল থেকে রেহাই পাচ্ছে না। তবে দু-চারজন সরকারি কর্মকর্তার সাহসী পদক্ষেপে হতাশ হওয়া প্রকৃত চিকিৎসকরা মাঝেমধ্যে আশাবাদী হয়ে উঠেন। যেমনটি হয়েছে গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত ‘হাজীগঞ্জের বাসিন্দা ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক অমর শীলের ২ বছরের কারাদণ্ড’ শিরোনামের সংবাদটি পড়ে।

এ সংবাদে কামরুজ্জামান টুটুল লিখেছেন, হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের অলিপুর শীল বাড়ির মৃত গীরিন্দ্র শীলের ছেলে মানবিকে উচ্চ মাধ্যমিক পাস অমর শীল (৩৪) নাম পাল্টে হয়ে যান বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ এনামুল হক। নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন হাসপাতালে তিনি নিয়মিত চর্ম, যৌন রোগের সহকারী প্রফেসর তথা বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ৭শ’ টাকা ভিজিটে গত প্রায় ৪ বছর ধরে চিকিৎসা দিচ্ছেন। হঠাৎ করে গত ১৯ আগস্ট সোমবার হাটে হাড়ি ভাঙ্গেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত। তিনি অমর শীলকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভুয়া চিকিৎসার কারণে রোগীদের জীবন ও নিরাপত্তা বিপন্ন করার অপরাধে অমর শীলের চেম্বার মা ও শিশু হসপিটাল কর্তৃপক্ষকে নগদ এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এ দিকে অমর শীলের কারাদণ্ডের বিষয়টি তার বাড়ির লোকজন জেনেছে বলে চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছন চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জের অলিপুর এলাকার ইউপি সদস্য সোহরার হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চৌমুহনী পৌরসভার পাবলিক হল এলাকার জেনারেল মা ও শিশু হসপিটালে গত ১৯ আগস্ট বিকেলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় হসপিটালের নিচতলায় অমর শীল তথা ডাঃ মোঃ এনামুল হক তার চেম্বারে ‘সহকারী অধ্যাপক (বিএসএমএমইউ), এমবিবিএস, এফসিপিএস, ডিডিভি স্পেশাল ট্রেনিং ইন ডার্মাটোলজি (থাইল্যান্ড)’-এর ডিগ্রিধারী পরিচয়ে রোগী দেখছিলেন। এমতাবস্থায় জিজ্ঞাসাবাদে এনামুল হক জানান, তার প্রকৃত নাম অমর চন্দ্র শীল। ২০০৩ সালে তিনি হাজীগঞ্জের বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ থেকে এসএসসি ও ২০০৫ সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এর বেশি পড়াশোনা করেননি।

জেনারেল মা ও শিশু হসপিটালে তিনি গত চার মাস ধরে চেম্বার করছেন। প্রতিদিন ৩০-৩৫ জন রোগী দেখতেন এবং ৭০০ টাকা করে ভিজিট নিতেন। এর আগে তিনি মাইজদীর ট্রাস্ট ওয়ান হসপিটালে চেম্বার করতেন। দুই হসপিটালে গত চার বছর ধরে বহু রোগী দেখেছেন অমর চন্দ্র শীল। অথচ জেনারেল ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এনামুল নামধারী ওই চিকিৎসকের সঙ্গে চুক্তিপত্র ও সার্টিফিকেটধারী ডিগ্রির সনদপত্র দেখাতে পারেনি। সেজন্যে তথ্য-প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে অমর শীলকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নগদ এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, চার বছর ধরে বহু রোগী দেখেছেন ওই ভুয়া চিকিৎসক অমর চন্দ্র শীল। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বেগমগঞ্জের ইউএনও ইয়াসির আরাফাত ফিলিস্তিনের নিরাপস কিংবদন্তি নেতা স্বাধীনতা সংগ্রামী ইয়াসির আরাফাতের জীবনচরিত অনুযায়ী নিজের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করে নামের সার্থকতা প্রমাণ করতে পারবেন এমনটি মন্তব্য করে নিশ্চয়ই ভুয়া চিকিৎসক অমর শীলের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থায় গদগদ খুশি হওয়া লোকজন মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা জানাতে পারেন কিংবা প্রত্যাশা করতে পারবেন। আমরা এতোটা সরল উচ্চারণে না গিয়ে বলবো, ইউএনও ইয়াসির আরাফাতের মতো সাহসী সরকারি কর্মকর্তাগণ দেশের সর্বত্র অপচিকিৎসাবিরোধী বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অভিযান না চালিয়ে যদি অভিযানে ধারাবাহিক ও নিয়মিত হন, তাহলে ভুয়া চিকিৎসক ও তাদের দালালরা হাওয়া হতে বাধ্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়