রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০

ব্রিজটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নিন
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরকে প্রায় দুদশক ধরে অবিচ্ছেদ্য ও অবিভক্ত রেখে চলছে ডাকাতিয়া নদীর ওপর নির্মিত একটি ব্রিজ। এ ব্রিজটি পালবাজারের সম্মুখ থেকে অ্যাপ্রোচ সড়ক দ্বারা নূতনবাজার এলাকার সাথে এবং পুরানবাজার কলেজের পূর্ব পার্শ্বস্থ অ্যাপ্রোচ সড়ক দ্বারা পুরাণবাজার এলাকার সাথে সংযুক্ত। এই ব্রিজটি শুধু পুরাণবাজারই নয়, চাঁদপুর সদর উপজেলার দক্ষিণাঞ্চলসহ হাইমচর উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগের সংক্ষিপ্ত মাধ্যম।

এ ব্রিজটি নিয়ে চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান পরিবেশন করেছেন প্রধান শীর্ষ সংবাদ। তাতে তিনি লিখেছেন, ব্রিজের যতটুকু অ্যাপ্রোচ সড়ক রয়েছে এবং ব্রিজের ওপর যে সড়ক রয়েছে, তাতে বহু গর্ত বিদ্যমান। পিচঢালাই উঠে সড়কের পাথর বেরিয়ে গেছে। বৃষ্টিতে সেই গর্তে পানি-কাদা জমে। চাকা গর্তে পড়ে হেলেদুলে চলে যানবাহন। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন যানবাহনের যাত্রী ও স্থানীয় এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহন। স্থানীয় ব্যবসায়ী ও যাত্রী সাধারণ জানান, ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ যাতায়াত করে থাকে। দীর্ঘদিন ধরে ব্রিজ-সড়কের মেরামত কিংবা নতুন করে সড়কের কাজ না করায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা।

পুরাণবাজার ব্রিজ অংশের ব্যবসায়ী ইমদাদ আহমেদ শেখ জানান, ব্রিজ-সড়কের এই পাড়ের অংশে ঢাল থাকায় গাড়ি নামার সময় কাত হয়ে যায়। ব্রিজের ওপর যে সিমেন্টের স্লাব বসিয়েছে, তার কয়েকটি ভেঙ্গে গেছে। ব্রিজের মাঝখানে লোহার একটি পাত বসানো ছিলো, সেটিও এখন নেই। গাড়ি আসা-যাওয়ার সময় বিকট শব্দ হয়। বিষয়টিতে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ সংবাদটি পড়ে শুধু অ্যাপ্রোচ সড়ক ও ব্রিজের ওপরের সড়কের দুরবস্থা সম্পর্কে জানা যায়নি, ব্রিজটির দুরবস্থাও আঁচ করা গেছে। সেজন্যে ব্রিজটি মারাত্মক ঝুঁকিতে পড়ার আগেই বড়ো ধরনের সংস্কার করার ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সময় থাকতে গুরুত্বের সাথে ভাবতে হবে। ব্রিজটির বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আলোচনা উত্থাপন করা জরুরি। এ ব্যাপারে চাঁদপুর পৌরসভা মেয়রের সরব হওয়া বাঞ্ছনীয়। কেননা এ ব্রিজটি শহরের মূল অংশে অবস্থিত বলে এটির ভালো-মন্দে পৌর নাগরিকদের সন্তুষ্টি-অসন্তুষ্টি এবং শহরে স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নির্ভর করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়