রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:০০

এককালের সামর্থ্যবান ও মানবিক ছাত্রনেতা অসুস্থতায় যখন অসহায়
অনলাইন ডেস্ক

আমাদের দেশে সাম্প্রতিক সময়ের অধিকাংশ ছাত্রনেতা সম্পর্কে জনমনে আশানুরূপ ধারণা বিদ্যমান নেই। স্রোতের বিপরীতে চলা ছাত্রনেতা খুঁজে পাওয়া কঠিন। প্রায় সবাই চায় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হতে। ছাত্রনেতাদের কারো কারো বিলাসী জীবন এবং নিজ সংগঠনের নেতা-কর্মীকে শোষণের মানসিকতায় জনমনে এদের সম্পর্কে বিরূপ ধারণা ছাড়া ভালো ধারণা খুঁজে পাওয়া যায় না বললেই চলে। তারপরও খুঁজে পাওয়া যায় মোরশেদ আলম মিয়ার মতো ছাত্রনেতাদের, যাদের সংখ্যা একেবারে হাতে গোণা।

চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হচ্ছেন মোঃ মোরশেদ আলম মিয়া। এক সময় দাবড়িয়ে বেড়িয়েছেন চাঁদপুরের রাজনীতির মাঠ। নিজের উপার্জিত পুঁজি বলতে যা ছিল তা তিনি রাজনীতির মাঠে ব্যয় করেছেন। সকল নেতা-কর্মীর পাশে দাঁড়িয়েছেন নিজের সবটুকু দিয়েই। বিগত তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও নিজের জন্যে কিছুই করেননি এই তুখোড় ও পরিচ্ছন্ন ছাত্রনেতা। কখনো লালায়িত হননি নিজের পদ ও পদবীর জন্যেও। দলের প্রয়োজনে সবসময় পাশে থেকেছেন। দলের পাশে থেকে সময় ও অর্থ দুটি ব্যয় করেছেন। আজ সেই ছাত্রনেতা মোরশেদ আলম মিয়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর প্রহর গুণছেন। নিজের যা ছিল সবটুকুই চিকিৎসার কাজে ব্যয় করেছেন। দু-একজন রাজনৈতিক নেতা তার পাশে দাঁড়িয়েছেন চিকিৎসা ব্যয় মেটানোর জন্যে। যা তার কঠিন রোগের চিকিৎসার জন্যে খুবই সামান্য। তিনি বর্তমানে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এমতাবস্থায় তার জন্যে দৈনিক চাঁদপুর কণ্ঠে চাঁদপুর তথা দেশের সুশীল ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সহযোগিতায় আবেদন করে সচিত্র সংবাদ ছাপানো হয়েছে।

এককালে সামর্থ্যবান এবং রাজনীতিতে অত্যন্ত সক্রিয় মোরশেদ আলম মিয়া নামের এই সাবেক ছাত্রনেতার অসুস্থতাজনিত করুণ চিত্র দেখে পাঠকমাত্রই ব্যথিত হয়েছেন। এই ছাত্রনেতা তার সুদিনে রাজনীতির বলয়ের বাইরে এসে অসহায় সাধারণ মানুষের প্রতি সদয় হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে বহুবার হয়েছেন সংবাদের খোরাক। আমাদের প্রার্থনা, পরম করুণাময় মহান আল্লাহতায়ালাও তার প্রতি হবেন অনেক বেশি সদয়, যাতে তিনি দ্রুত আরোগ্যলাভ করতে পারেন। আমরা মোরশেদ আলমের চিকিৎসার্থে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও সমাজসেবা মন্ত্রণালয় থেকে এবং সমাজের সর্বস্তরের বিত্তবান-চিত্তবান মানুষের কাছ থেকে অকৃপণ অনুদান প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়