রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০

মাদ্রাসা সভাপতির অন্যরকম বদান্যতা!
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ৫ গরীব শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মাদ্রাসার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সাইকেলগুলো তুলে দেন। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফখরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্লাহ পাটওয়ারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে পায়ে হেঁটে শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়ালেখার জন্যে আসতো। এমন গরীব শিক্ষার্থীদের বাছাই করে তাদের কষ্ট লাঘবে মাদ্রাসা সভাপতি এই বাইসাইকেলগুলো দিয়েছেন বলে জানা যায়।

আমাদের দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতিদের মধ্যে যারা ধনাঢ্য, তাদের অতি সাধারণ একটি কাজ হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরস্কার কিংবা আর্থিক প্রণোদনা প্রদান। এর বাইরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ওয়াজ মাহফিল, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলের খরচ বহন, শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ, বার্ষিক আনন্দ ভ্রমণে আর্থিক অনুদান প্রদান, খাবার বিতরণ, পোশাক বিতরণ, গাছের চারা বিতরণ ইত্যাদি কাজ করে থাকেন। কিন্তু গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে খুঁজে বের করে তাদের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কাজটি শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত কমিটির সভাপতি কিংবা অন্য কেউ খুব কমই করে থাকেন। ফলে কিছু শিক্ষার্থীর ড্রপ আউট তথা ঝরে যাওয়ার বিষয়টি রোধ করা যায় না। এমন বাস্তবতায় ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কমিটির সভাপতি কর্তৃক দূরদূরান্তের বাড়ি-ঘর থেকে মাদ্রাসায় নিয়মিত যাতায়াতে কষ্ট পাওয়া পাঁচজন গরীব শিক্ষার্থীকে খুঁজে বের করে বাইসাইকেল প্রদানের উদ্যোগকে ব্যতিক্রমই বলতে হয়। এটি তার বিশেষ বদান্যতায় ও পর্যবেক্ষণে সম্ভব হয়েছে বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়