প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ প্রেসক্লাবের নূতন কমিটিকে সংবর্ধনা জ্ঞাপন করে রূপসা জমিদার পরিবারের সদস্য ও মোতাওয়াল্লি মেহেদী হাসান চৌধুরী প্রেসক্লাবের স্থায়ী ভবনের জন্যে একখণ্ড জমি প্রদানের ঘোষণা করেছেন বলে গতকাল চাঁদপুর কণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা গেছে। মঙ্গলবার রাতে তিনি তাঁর রূপসা বাজারস্থ নিজ বাসভবনে এই সংবর্ধনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, সমাজের দর্পণ হলেন সংবাদকর্মীরা। ফরিদগঞ্জ উপজেলাবাসী হিসেবে আমি দায়িত্ববোধ থেকেই আজ নবনির্বাচিত নেতৃবৃন্দকে একটু সম্মান জানানোর প্রয়াস নিয়েছি। আমি ইতিপূর্বে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাথে ছিলাম। ভবিষ্যতেও থাকবো। তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী ভবনের জন্যে উপজেলা সদরে একখণ্ড জমি প্রদানের ঘোষণা দিয়ে বলেন, গণমাধ্যমকর্মীদের ঠিকানা প্রেসক্লাবের স্থায়ী ঠিকানা না হলে চলে না।
আমরা বৃহত্তর কুমিল্লার অন্যতম প্রজাহিতৈষী জমিদার রূপসার জমিদার পরিবারের সদস্য মেহেদী হাসান চৌধুরীর ঘোষণাকে স্বাগত জানাই। কারণ, এমন ঘোষণায় নিঃসন্দেহে ফরিদগঞ্জের প্রতিজন গণমাধ্যমকর্মী উজ্জীবিত। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনের যে একটি কক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম চলছে, সেটা সদস্যবৃদ্ধির প্রেক্ষিতে ক্রমশ স্বল্প পরিসর বলে মনে হচ্ছে। উপজেলা সদরে যদি একখণ্ড জমি রূপসার জমিদার পরিবার থেকে তাদের ঘোষণার আলোকে স্বল্প সময়ের ব্যবধানে পাওয়া যায়, তাহলে সরকারি-বেসরকারি অনুদানে একটি ভবন নির্মাণ খুব বেশি কষ্টকর কাজ হবে বলে মনে করি না। এজন্যে অবশ্য নূতন কমিটির দৃঢ় প্রত্যয় ও আন্তরিকতা থাকতে হবে আত্যন্তিক। সহজভাবে যদি বলি, তাহলে বলতে হবে, নূতন কমিটির নূতন ভবনের জন্যে লেগে থাকার মানসিকতা প্রদর্শন করতে হবে এবং অনুকূল ফলাফল করায়ত্ত করতে হবে। আমরা ফরিদগঞ্জ প্রেসক্লাবের নূতন কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।