রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০

এ কথাটি সত্য হোক

এ কথাটি সত্য হোক
অনলাইন ডেস্ক

চাঁদপুর লঞ্চঘাট এলাকা পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, জুনে চাঁদপুর আধুনিক নৌ-টার্মিনাল ও লঞ্চঘাট নির্মাণ কাজ শুরু হবে। কাজ শুরু হলে লঞ্চঘাট যেখানে স্থানান্তর করা হবে এবং টার্মিনাল ভবন করা হবে সে জায়গা পরিদর্শনে গত শুক্রবার চাঁদপুরে এসেছেন তিনি। এ সময় তিনি বলেন, ঢাকা সদরঘাটের পরই চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ লঞ্চঘাট। সেই গুরুত্ব বিবেচনায় এখানে শতাধিক কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক নৌ টার্মিনালসহ লঞ্চঘাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এটি নির্মিত হবে। ইতিমধ্যে নির্মাণ প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়ে কার্যাদেশ দেয়া হয়েছে। সেমতে জুন মাসে নির্মাণ কাজ শুরু হবে।

বলা দরকার, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে চাঁদপুরে আধুনিক নৌ টার্মিনাল ও লঞ্চঘাটের ভিত্তিফলক উন্মোচন করা হয়, যখন তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, তৎকালীন ও বর্তমান চাঁদপুর সদর আসনের এমপি ডাঃ দীপু মনিসহ আরো অনেকে সশরীরে উপস্থিত ছিলেন। তারপর গেল প্রায় সাড়ে চার বছরে কাজ শুরু না হওয়ায় স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়া এবং হতাশা সৃষ্টি হয়। অবশেষে আগামী ক’দিনের মধ্যে অর্থাৎ আসন্ন জুন মাসে চাঁদপুরে বহুল কাঙ্ক্ষিত আধুনিক নৌ টার্মিনাল ও লঞ্চঘাটের কাজ শুরু হচ্ছে বলে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান পরশু শুক্রবার চাঁদপুরে এসে জানিয়েছেন। আশা করি, তাঁর কথা এবার সত্য হবে। এই প্রকল্পটি শেষ পর্যন্ত বাস্তবায়ন শুরু হলে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতার অশেষ অভিব্যক্তি যে আমরা দেখতে পাবো, তাতে কোনো সন্দেহ নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়