সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা উদ্বেগজনক
অনলাইন ডেস্ক

রাজধানীতে মেট্রো রেলের বগিতে ঢিল ছোড়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তুঙ্গে থাকার বিষয়টি কিছুটা প্রশমিত হবার মধ্যেই জানা গেলো চাঁদপুর-লাকসাম রেলপথে মেঘনা আন্তঃনগর ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা। এ ব্যাপারে গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, গত বুধবার রাতে চট্টগ্রাম থেকে চাঁদপুর অভিমুখী মেঘনা আন্তঃনগর ট্রেনে হাজীগঞ্জ এলাকায় উপর্যুপরি ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এই ট্রেনের ‘ড’ বগির ৫৬নং আসনের যাত্রী শাহ মোঃ সেলিম চাঁদপুর কণ্ঠকে মুঠোফোনে জানান, রাত আনুমানিক সোয়া ৯টায় হাজীগঞ্জ স্টেশনে পৌঁছার আগে তার বগিতে খোলা জানালা দিয়ে একটি বড়ো আকারের ঢিল এসে পড়ে। তিনি অল্পের জন্যে দুর্ঘটনা থেকে বেঁচে যান। তিনি চাঁদপুর কণ্ঠকে যখন ঘটনাটি জানাচ্ছিলেন, তখন ৯টা ২৬ মিনিটে আরেকটি ঢিল এসে পড়ে ওই বগিতে। ট্রেনটি সবেমাত্র হাজীগঞ্জ স্টেশন ছাড়ার পর দ্বিতীয় ঘটনাটি ঘটে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হলে প্রচণ্ড গরমের মধ্যেও তারা জানালা বন্ধ করে দেন। ট্রেনের অন্যান্য বগিতে ঢিল ছোড়ার আর কোনো ঘটনা ঘটেছে কিনা এ ব্যাপারে চাঁদপুর রেল থানার ওসি মুরাদউল্যাহ বাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ড’ বগিটির ৩৫ ও ৩৬ নম্বর আসনে দ্বিতীয় ঢিলটি পড়লেও যাত্রী না থাকায় কেউ আহত হয়নি। এ ব্যাপারে ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম রেলপথসহ বিভিন্ন রেলপথে চলাচলকারী অনেক ট্রেনে বিগত বছরগুলোতে বিভিন্ন সময় নিক্ষিপ্ত ঢিল বা ইটের আঘাতে মর্মান্তিক হতাহতের ঘটনা সম্পর্কে আমরা বহুবার জেনেছি। এ নিয়ে রেল কর্তৃপক্ষ গণমাধ্যমে সতর্কীকরণ বিজ্ঞপ্তিসহ সচেতনতা সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে পরিস্থিতির উন্নতি হয়। সেজন্যে সাম্প্রতিক সময়ে ট্রেনে ঢিল ছোড়ার বড়ো ধরনের ঘটনা শোনা যাচ্ছিলো না। তবে নিকট অতীতে মেট্রো রেলের ট্রেনের বগিতে ঢিল ছোড়ায় হতাহত না হলেও অনেক বড়ো আর্থিক ক্ষতি হয়েছে। এটা পার্শ্ববর্তী বহুতল ভবন থেকে যে হয়েছে সেটা স্পষ্ট। কেননা নিচ থেকে ঢিল ছোড়ার কোনো সুযোগ নেই। যদি তদন্তে এ কাজটি কোনো শিশু বা অবুঝ ব্যক্তির কাজ বলে প্রমাণিত হয়, তাহলে বলা যাবে ঘটনাটি উদ্দেশ্যমূলক নয়। অন্য কেউ ঢিল ছুড়লে অবশ্যই উদ্দেশ্যমূলক। কিন্তু হাজীগঞ্জে রাতের আঁধারে পরপর দুবার দুটি ভিন্ন অবস্থান থেকে দুর্বৃত্তদের ঢিল ছোড়ার পর সৌভাগ্যক্রমে যাত্রীদের কেউ হতাহত না হলেও ঘটনাটিকে উদ্দেশ্যমূলক ও নাশকতামূলক বলে মনে হচ্ছে। সেজন্যেই এমন ঘটনা উদ্বেগজনক। রেল থানার পক্ষ থেকে মেঘনা আন্তঃনগর ট্রেনে তাদের স্কট বা টহল টিমের নজরদারি বৃদ্ধিসহ সর্বাত্মক সতর্কতা অবলম্বনের পদক্ষেপ গ্রহণ না করলে যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এটা কেউ হলফ করে বলতে পারবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়