সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০

মাদকের বড় চালান উদ্ধার প্রসঙ্গে

মাদকের বড় চালান উদ্ধার প্রসঙ্গে
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরে র‌্যাব ১১-এর অভিযানে ১৭ হাজার ৬শ’ পিচ ইয়াবাসহ একজন আটক হবার সংবাদ চাঁদপুর কণ্ঠে পরিবেশন করেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান। তিনি লিখেছেন, র‌্যাব-১১-এর অভিযানে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকা হতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ হাজার ৬শ’ পিচ ইয়াবা। ৩১ মার্চ শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়। ধৃত মাদক পাচারকারীর সাথে থাকা হটপটের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত বশির আহমদের ছেলে মোঃ জসিম (২৮)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কুমিল্লা র‌্যাব-১১-এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি বলেন, কক্সবাজার হতে পাচারের জন্যে জব্দকৃত মাদক নিয়ে আসা হয়। বাইরে যাতে গন্ধ বের না হয় সেজন্যে হটপটের ভেতরের দিকে স্কচটেপ ও পলিথিন পেঁচিয়ে ইয়াবাগুলো রাখা হয়। সে হটপটে ইফতার ও অন্যান্য খাদ্যসামগ্রী রেখেছে বলে সে জানায়। ইয়াবাগুলো পাচারের সময় তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দুর্ভাগ্যজনক হলেও সত্য, চাঁদপুর ভৌগোলিক কারণে মাদক পাচারের মোক্ষম রূটে পরিণত হয়েছে। দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে সড়ক ও নৌপথে সংক্ষিপ্ত যাতায়াতের ক্ষেত্রে চাঁদপুর হচ্ছে গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। সেজন্যে পাচারকালে মাদকের অনেক বড়ো বড়ো চালান চাঁদপুরের বিভিন্ন স্থানে আটক হচ্ছে। এটা মাদকের ভয়াবহ চিত্রের অন্যতম লক্ষণ। মাদকের ছোট-বড়ো চালান আটকের ক্ষেত্রে র‌্যাব ও পুলিশ যতোটা সফলতা দেখাচ্ছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ততোটা দেখাতে পারছে না। এটি কি তাদের জনবল ও উপকরণ সহ লজিস্টিক সাপোর্টের অভাবে, না অন্য কারণে হচ্ছে সেটা নিয়ে ভাববার যথেষ্ট অবকাশ তৈরি হয়েছে। আশা করি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাতে মাথা ঘামাবেন।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়