সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০০:০০

সংগঠনটির এমন কার্যক্রম আশাব্যঞ্জক
অনলাইন ডেস্ক

গতকাল চাঁদপুর কণ্ঠে ‘রমজানে দুঃস্থ মানুষের পাশে লোটাস-বাড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেটি সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। এ সংবাদটিতে লিখা হয়েছে, মহিমান্বিত রমজান মাসকে কেন্দ্র করে ২০০ জনের বেশি দরিদ্র নারী-পুরুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম।

শুক্রবার (২৪ মার্চ) ও শনিবার (২৫ মার্চ) সংগঠনটির নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা ইউনিয়নের কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসাসহ আরো দুটি স্পটে কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর, দৌলতপুর, নারায়ণপুর ও পার্শর্^বর্তী উপজেলার প্রসন্নকাপ গ্রামের রোজাদার মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, ছোলাবুট ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, তেল ১ লিটার, চিড়া ১ কেজি, খেজুর ১ কেজি, ডাল ১ কেজি, ময়দা ১ কেজি ও চিনি ১ কেজি।

এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে কালিকাপুর গ্রামের আমেরিকা প্রবাসী আবদুস সালামসহ গ্রামের প্রবাসী ও সামর্থ্যবান সমাজহিতৈষী দাতাগণ অর্থ সহায়তা দিয়ে অসামান্য অবদান রেখেছেন। এছাড়া সংগঠনটির অন্যতম উপদেষ্টা জুয়েল সরকার সমগ্র কার্যক্রমটির সার্বিক সমন্বয় সাধন করেন।

ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি মোঃ নাজমুল হাসান বলেন, ‘আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে ‘আমরা আনিব রাঙা প্রভাত’। আমাদের এই জনপদে একটি সোনালি সকাল নিয়ে আসার লক্ষ্যেই আমরা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নিরলস কাজ করে আসছি। আজকের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ সেই কাজেরই একটি অংশ। যেসব দাতা, স্বেচ্ছাসেবী ও শুভাকাক্সক্ষীগণ অর্থ সহায়তা, শ্রম ও পরামর্শ দিয়ে আমাদের কাজকে ত্বরান্বিত করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উল্লেখ্য, গত প্রায় ১৫ বছর ধরে লোটাস-বাড চ্যারিটি ফোরাম দরিদ্র মানুষদের স্বাবলম্বী করতে ‘সামর্থ্য’ প্রজেক্ট, জনস্বাস্থ্যের কল্যাণে মেডিক্যাল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও চিকিৎসা সহায়তা প্রদান, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বৃক্ষরোপণসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

আমাদের দেশে সমাজসেবামূলক সংগঠনগুলোর স্থায়িত্ব খুব বেশিদিনের হয় না। এমন সংগঠন টেকসই হয় না বললেই চলে। কারণ, নিঃস্বার্থ মানসিকতায় বিপুল আবেগে একদল মানুষ কাজ শুরু করলেও সময়ান্তরে ব্যক্তি-প্রচারের স্বার্থটা মুখ্য হয়ে দাঁড়ায়। এ নিয়ে দ্বিধা/ত্রিধা/বহুধাবিভক্তি সৃষ্টি হয়। এমন বাস্তবতায় মতলবের নারায়ণপুর এলাকায় লোটাস-বাড নামক সংগঠনটি দেড় দশক ধরে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে যতোটুকু ভালো কাজ করছে, সেটাকে কেবল আশানুরূপ নয়, আশাব্যঞ্জক বললে অত্যুক্তি হবে বলে মনে করি না। ‘সেবা স্বার্থের ঊর্ধ্বে’ এ কথাটুকুতে যদি লোটাস-বাডের কর্মকর্তারা অবিচল থাকেন কিংবা সেটি মেনে চলেন, আর নেতৃত্বের ধারাবাহিক পরিবর্তনে আন্তরিক হন,তাহলে তাদের সংগঠন কেবল দেড় দশক নয়, বহু দশক টিকে থাকাটা অসম্ভব কিছু নয়। আমরা এ সংগঠনটির দীর্ঘস্থায়িত্ব প্রত্যাশা করছি এবং নিরন্তর শুভ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়