প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০

সাধারণত একটি নৃত্য সংগঠনের কাজ কী হতে পারে?--নৃত্যচর্চায় নৃত্যানুষ্ঠান, নৃত্যালেখ্য, নৃত্য প্রশিক্ষণসহ নৃত্যের বিকাশে নানান কর্মসূচি। এর বাইরে এমন সংগঠন বড়ো জোর সংগীত চর্চা, নাট্যচর্চা করতে পারে। কিন্তু চাঁদপুর জেলা সদরে একটি নৃত্য সংগঠন প্রাগুক্ত ধারণার বাইরেও করছে ব্যতিক্রম কাজ। এ সংগঠনটি হচ্ছে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়। এটি চাঁদপুর জেলা সদরে সর্বপ্রথম প্রতিষ্ঠিত নৃত্য সংগঠন। এটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হচ্ছেন অনিমা সেন চৌধুরী, যিনি পেশাগতভাবে পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এককালের তুখোড় নৃত্য শিল্পী। তিনি গত ক'বছর যাবত সংস্কৃতি অঙ্গনের কোনো গুণী ব্যক্তিকে নয়, জেলার বিভিন্ন স্থানে কর্মরত পুলিশের কর্মনিষ্ঠ, ত্যাগী কিছু সদস্যকে তার সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করছেন। সম্মাননা প্রদানে পুলিশ সদস্যদের বাছাইয়ের ক্ষেত্রে তার কোনো ভূমিকা থাকে না, জেলা পুলিশই সে কাজটি স্বচ্ছতার সাথে করে থাকে। সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের এ অনুষ্ঠানটির নামেও আছে মাধুর্য এবং সেটি হচ্ছে 'এ গ্র্যান্ড স্যালুয়েট টু চাঁদপুর পুলিশ ফোর্স'। গত ১০ মার্চ ২০২৩ শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের এমপি, সাবেক পররাষ্ট্র্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
এ অনুষ্ঠানটি নিয়ে চাঁদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, চাঁদপুর সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের পুলিশ- সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ দীপু মনি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা। অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, (বিপিএম) বার। সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সভাপতি জাফর ইকবাল মুন্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আওয়ামী লীগ নেতা অজয় কুমার ভৌমিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার ও চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটারিয়ান মাহমুদা খানম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট লেখক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এমন আয়োজনের জন্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের চাঁদপুরের পুলিশ প্রশাসন দেশের সেবায়, জনগণের সেবায় দায়িত্ব পালন করছেন। কাজের স্বীকৃতিস্বরূপ সপ্তরূপার পক্ষ থেকে পুলিশকে যে সম্মাননা প্রদান করা হচ্ছে, তাতে পুলিশ সুপার মিলন মাহমুদসহ জেলা পুলিশের সকল সদস্যের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আলোচনা পর্ব শেষে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি তা উপভোগ করেন।
আমাদের সমাজে একটি কথা খুব বেশি প্রচলিত, সেটি হচ্ছে : যে পথ দেখায়, সে থাকে এগিয়ে। চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে নৃত্য বিষয়ে পথিকৃৎ সংগঠন হচ্ছে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়। এ সংগঠনটি নৃত্য বিষয়ে গতানুগতিক কর্মকাণ্ডের পাশাপাশি পুলিশ-সম্মাননা প্রদানের বার্ষিক কর্মসূচি সম্পাদন করে বস্তুত ব্যতিক্রম বিভূষণে বিভূষিত হয়েছে বলে আমরা মনে করি। সেজন্যে এ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।