সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

জেলা পরিবার পরিকল্পনা বিভাগকে অভিনন্দন

জেলা পরিবার পরিকল্পনা বিভাগকে অভিনন্দন
অনলাইন ডেস্ক

আমাদের দেশের সরকারি কিছু দপ্তরের অনিয়ম, ব্যর্থতার কথা শুনতে শুনতে দেখতে দেখতে আমরা প্রায়শই বিরক্ত হই, বিব্রতও হই। এমতাবস্থায় বিরলভাবে ২-৪ টি সরকারি দপ্তর বা বিভাগের স্বচ্ছতা ও সফলতার কথা শুনে এবং তার মূল্যায়নস্বরূপ স্বীকৃতি পাওয়ার কথা জেনে অনেক আনন্দ পাই, উজ্জীবিত হই। এমন একটি সংবাদই সোমবার চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয়েছে, যার শিরোনাম দেখেই বুঝা যায় সাফল্যটা কী।

‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে চাঁদপুর জেলা পরিবার-পরিকল্পনা বিভাগ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ’ শিরোনামের এ সংবাদটিতে লিখা হয়েছে, গত ১৭-২২ ডিসেম্বর ২০২২ খ্রিঃ দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগ চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ মনোনীত হয়েছে। এ উপলক্ষে পরিবার-পরিকল্পনা অধিদপ্তর, ৬, কাওরান বাজার, ঢাকার আইইএম ইউনিট কর্তৃক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১২ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টায় আইইএম ইউনিটের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু, এনডিসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল হাসান বাদল (সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা)। পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের সকল পরিচালক/লাইন ডিরেক্টর, তিনটি বিশেষায়িত প্রতিষ্ঠানের প্রধানগণ, অধ্যক্ষ এফডব্লিউভিটিআই, সকল উপ-পরিচালক/প্রোগ্রাম ম্যানেজারগণের উপস্থিতিতে চাঁদপুর জেলার পুরস্কার গ্রহণ করেন পরিবার পরিকল্পনা, চাঁদপুরের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে তিনি টেলিফোনে উক্ত অর্জনে সহযোগিতার জন্য জেলা প্রশাসন সহ সকল বিভাগকে ধন্যবাদ জানান এবং সহকর্মীগণকে আন্তরিক অভিনন্দন জানান। উল্লেখ্য, বিগত কয়েক বছর পূর্বে চাঁদপুর জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র বিশ্ব জনসংখ্যা দিবসে পুরস্কারপ্রাপ্ত হয় এবং ২০১৯ সালে জেলা পরিবার-পরিকল্পনা বিভাগ চাঁদপুর জনপ্রশাসক পদক লাভ করে। আর জেলার হাজীগঞ্জ উপজেলা নাইওর প্রোগ্রামের মাধ্যমে পুরস্কার লাভ করে। পরিবার পরিকল্পনায় চাঁদপুর জেলার আরো সাফল্য রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : পরিবার কল্যাণ পরিদর্শিকাগণের কর্মস্থলের বাসস্থানে থেকে সেবা দেয়ায় বিভাগে প্রথম, প্রাতিষ্ঠানিক প্রসব সেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ও সারাদেশে পঞ্চম।

আমরা পরিবার পরিকল্পনায় চাঁদপুর জেলার সাফল্যের পেছনে উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছের উদ্ভাবনী চিন্তা-চেতনা ও আত্মনিবেদনের বিষয়টি পর্যবেক্ষণ করে আসছি গত বেশ ক’বছর ধরে। তিনি তাঁর চাকুরি জীবনের শেষ কর্মকালকে যেভাবে সাফল্যে ভাস্বর করেছেন, সেটা তাঁকে স্মরণীয় করেই শুধু রাখবে না, ইতিহাসের পাতায় ন্যূনতম ঠাঁই হলেও নিশ্চিত করবে। এতে তাঁর বিদায়ে তাঁর স্থলাভিষিক্ত যিনি হবেন, তিনি যদি সমমানসিকতার হন, তাহলে উজ্জীবিত হবেন এবং সাফল্যের ধারাবাহিকতা রক্ষার জন্যে চাপ অনুভব করবেন। আমরা চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ হওয়ার জন্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় ও উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আলতো করে বলতে চাই, সারাদেশে শ্রেষ্ঠ হবার জন্যে কি জোরালোভাবে প্রয়াস চালানো যায় না?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়