সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০

তানহার খুনির মৃত্যুদণ্ড নিশ্চিতে এমন কর্মসূচিই দরকার
অনলাইন ডেস্ক

বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া শিশু মেয়েটি সন্ধ্যায় আর বাড়ি ফিরবে না এবং তার কলকাকলিতে নিজ ঘরটিকে আর মুখরিত করবে না-এমনটি কে ভেবেছিলো?-নিশ্চয়ই তার দাদা-দাদী, বাবা-মা, বোন কেউই ভাবেনি। হ্যাঁ, আমরা শাহরাস্তি উপজেলাধীন চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা মিঞা বাড়ির প্রবাসী শাহাদাত হোসেন বাবুর ছোট মেয়ে তানহা আক্তার নাদিয়ার কথা বলছি। কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী, ৮ বছর বয়সী তানহা ৬ নভেম্বর বিকেলে খেলতে গিয়ে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির বাগানে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার শিকার হয়ে ধর্ষক ও খুনি কর্তৃক ডোবার পানিতে নিক্ষিপ্ত হওয়া এবং রাতে উদ্ধার হবার ঘটনায় কাদরা গ্রাম ও সন্নিহিত এলাকায় শোকস্তব্ধতা তৈরি হয়। শাহরাস্তি থানার পুলিশ ঘটনার দিন রাতে খেড়িহর গ্রামের কুখ্যাত এক চোরের পুত্র আরেক চোর মানিক হোসেনকে খুনি হিসেবে সন্দেহভাজনরূপে আটক এবং পরে শনাক্ত করতে পারায় শোকস্তব্ধ মানুষগুলো মুহূর্তেই ক্ষোভে উত্তাল হয়ে পড়ে। তারা খুনির ফাঁসির দাবিতে মুখরিত হয়ে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেয়। সেমতে গত ১০ নভেম্বর কাদরা সড়কে মানববন্ধন করে, যাতে অংশ নেয় তানহার প্রিয় স্কুল কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

একই দিন সকাল সাড়ে ১১টায় ইউপি সদস্য মোঃ মহররম আলীর নেতৃত্বে তানহার খুনি মানিক হোসেনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মিছিল শেষে মহররম আলী বলেন, কিছুদিন পূর্বে চুরির দায়ে জনতা কর্তৃক হাতেনাতে আটক মানিককে পুলিশের কাছে সোপর্দ না করে ছেড়ে দেয়ায় সে তানহাকে ধর্ষণ ও হত্যার মতো দুঃসাহসিকতা প্রদর্শন করেছে। এবার সে ধরা পড়েছে, কাজেই কোনোভাবে যাতে সে জামিনে মুক্তি না পায় সেদিকে সংশ্লিষ্ট প্রশাসনের খেয়াল রাখতে হবে এবং দ্রুত তানহা হত্যার দায়ে মানিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করতে আদালতকে আন্তরিক হতে হবে।

তানহার স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ পাটোয়ারী এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার চেয়ে জানান, তানহার হত্যার সংবাদে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে গেছে। মদিনাতুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা বিল্লাল হোসেন বলেন, শান্তিপূর্ণ কাদরা গ্রামকে কলঙ্কমুক্ত করতে হলে ঘাতক মানিকের ফাঁসি নিশ্চিত করতে হবে।

আমরা শিশু তানহার বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় খুনি মানিকের ফাঁসি নিশ্চিতে কাদরা গ্রামের দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর কর্মসূচিকেই যথেষ্ট মনে করছি না। এমন কর্মসূচির ধারাবাহিকতা রক্ষায় শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থান সহ অন্যান্য স্থানেও সংবেদনশীল, সচেতন ও প্রতিবাদী মানুষগুলোর সক্রিয়তা প্রত্যাশা করছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অরাজনৈতিক সংগঠনগুলোরও এ ব্যাপারে সরব হওয়াটা বাঞ্ছনীয় বলে মনে করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়