প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ০০:০০

সাম্প্রতিক বছরগুলোতে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টগুলো উদ্যোক্তারা খুব জাঁকজমকপূর্ণভাবে শুরু করতে পারলেও ভালোভাবে কিংবা যথাসময়ে শেষ করতে পারেন না। ফাইনাল ঝুলে থাকা টুর্নামেন্টও কিন্তু চাঁদপুরে আছে। এমন বাস্তবতায় চাঁদপুরে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ জাঁকজমকপূর্ণ শুরু এবং সফল সমাপ্তির দেখা পেয়েছে। এতে উদ্যোক্তারা যে স্বস্তিতে ভুগছেন, তৃপ্তি বোধ করছেন, তাতে কোনো সন্দেহ নেই।
গত ১৩ অক্টোবর উক্ত জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় চাঁদপুর স্টেডিয়ামে। যোগ্য দল হিসেবেই চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়। প্রথমার্ধে ফরিদগঞ্জ ১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে খেলা শেষ হবার ২ মিনিট আগে সে গোল পরিশোধ করে চাঁদপুর সদর। এতে খেলায় টাই হয় তথা সমতা হয়। এই টাই ভাঙ্গতে গিয়ে টাইব্রেকারের আয়োজন করা হয়। ফরিদগঞ্জের গোলরক্ষকের নৈপুণ্যে তারা ৪-৩ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়। তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন চাঁদপুর সদর আসনের এমপি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
শেষ পর্যন্ত গোলরক্ষকের নৈপুণ্যে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল চ্যাম্পিয়ন হলেও পুরো টুর্নামেন্টে এ দলটির খেলা দর্শকদের মন জয় করেছে এবং ফুটবল বোদ্ধারা এ দলটির খেলোয়াড়দের মধ্যে টিম স্পিরিট ও ব্যক্তিগত নৈপুণ্য পর্যবেক্ষণ করেছেন। জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলায় ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ ও স্থানীয় পর্যায়ে আয়োজিত ছোট-বড় ফুটবল টুর্নামেন্টের কারণে ফরিদগঞ্জে ফুটবল খেলোয়াড় সৃষ্টি হচ্ছে, যার সুফল স্বরূপ সাফল্য করায়ত্ত হচ্ছে।
চাঁদপুর জেলা সদরে ক্লেমন ক্রিকেট একাডেমীর কারণে সৃষ্ট খেলোয়াড় যেমন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছে, তেমনি ফরিদগঞ্জের ফুটবল একাডেমীসহ এখানকার ত্যাগী ক্রীড়া সংগঠকদের কারণে একদিন জাতীয় ফুটবল দলেও এখানকার খেলোয়াড়রা কেউ না কেউ সেই সুযোগ পাবেন বলে আমাদের বিশ্বাস ও প্রত্যাশা। আমরা জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ দলকে অভিনন্দন জানাচ্ছি এবং ফুটবলে উত্তরোত্তর ফরিদগঞ্জের সুনাম ও সাফল্য কামনা করছি।