শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

অক্ষুণ্ন ধারাবাহিকতায় ইলিশ উৎসব

অক্ষুণ্ন ধারাবাহিকতায় ইলিশ উৎসব
অনলাইন ডেস্ক

চাঁদপুরে বৈশ্বিক মহামারী করোনার কারণে এবং অন্য কারণে অনেক ধারাবাহিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : মুক্তিযুদ্ধের বিজয় মেলা, পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা, ‘চিরঞ্জীব’ ৭১’ নামক চিত্র প্রদর্শনী এবং জেলা প্রশাসনের একুশের বই মেলা। কিন্তু সৌভাগ্যক্রমে চতুরঙ্গের ইলিশ উৎসবের ধারাবাহিকতা মোটেও ক্ষুণ্ন হয়নি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ৮ ডিসেম্বর চাঁদপুর শহর পাক হানাদারমুক্ত হয়। এ দিনটিকে উপলক্ষ করে ১৯৯২ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকারে’র সামনে হাসান আলী হাই স্কুল মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়। তারপর একই মাঠে প্রতি বছর ধারাবাহিকভাবে চলে বিজয় মেলার কার্যক্রম। কিন্তু ২০০৫ সালের ১৭ আগস্ট মুন্সীগঞ্জ জেলা ব্যতীত চাঁদপুরসহ দেশের ৬৩টি জেলায় জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক সিরিজ বোমা হামলা চালানো হলে ওই বছর সকল প্রস্তুতি সম্পন্ন হওয়া সত্ত্বেও বিজয় মেলা শুরু করা যায়নি। তৎকালীন জেলা প্রশাসক মোঃ তাহেরুল ইসলাম এ মেলা শুরুতে মৌন সম্মতি দিলেও নবাগত পুলিশ সুপার মোঃ আলমগীর রহমান মেলায় পুলিশি নিরাপত্তা নিশ্চিতে অপারগতা স্বীকার করলে অগত্যা নির্মিত প্যান্ডেল, স্টলসহ সকল কিছুই খুলে ফেলতে হয়। তারপর ২০২০ সালে করোনার কারণে এই মেলা মাঠে করা না গেলেও এই মেলার মিনি সংস্করণ সম্পন্ন করা হয় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে।

২০০৯ সাল থেকে চাঁদপুর জেলাব্যাপী শুরু হয় পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা। ২০১৯ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার ১১টি আসর সম্পন্ন হয়। ২০২০ সালের মার্চ থেকে এ প্রতিযোগিতার যুগপূর্তি আসর শুরু হবার কথা থাকলেও ওই মাসেই করোনা আঘাত হানে বাংলাদেশে। সে কারণে সকল প্রস্তুতি সত্ত্বেও প্রতিযোগিতাটি আর শুরু করা যায়নি। করোনার প্রাদুর্ভাব সীমিত পর্যায়ে না থাকায় ২০২১ এবং চলতি ২০২২ সালেও উক্ত প্রতিযোগিতা শুরু করা সম্ভব হয় নি।

২০০৯ সালে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের উদ্যোগে খুদে চিত্রশিল্পীদের মুক্তিযুদ্ধ বিষয়ক আঁকা ছবি নিয়ে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয় ‘চিরঞ্জীব ’৭১’ নামক চিত্র প্রদর্শনী। প্রতি বছর এ আয়োজন চলতে থাকে একই স্থানে। তবে করোনার কারণে একই স্থানে সে আয়োজনের ধারাবাহিকতা রক্ষা সম্ভব হয় নি বলে জেলা শিল্পকলা একাডেমীতে স্থানান্তর করতে হয়। ১৯৮৮ সাল থেকে মহান শহীদ দিবস তথা ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও সাহিত্য একাডেমী চাঁদপুর প্রতি বছর আয়োজন করে আসছিলো বই মেলা। করোনার কারণে সে আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি।

চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা, পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ‘চিরঞ্জীব ’৭১’ ও বই মেলা সহ আরো কিছু আয়োজন করোনা সহ অন্য কারণে ধারাবাহিকতা রক্ষা করতে না পারলেও চতুরঙ্গের ইলিশ উৎসব ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ঠিকই সেটি রক্ষা করতে পেরেছে। চলতি বছর এ উৎসবের ১৪তম আসর শুরু হলো গতকাল শুক্রবার। এবার এ উৎসবটিকে জাতীয় উৎসবের মাত্রা প্রদান করা হয়েছে। নিঃসন্দেহে এটি সাংগঠনিক দক্ষতা ও বলিষ্ঠ উদ্যোগের ফলে সম্ভব হয়েছে বলে আমরা মনে করি। আমরা এ উৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়