শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০০:০০

শাবাশ মতলবের ছাত্রীকুল!
অনলাইন ডেস্ক

মতলবের সাহসী, প্রতিবাদী দুশতাধিক ছাত্রীকে ছাত্রীরা, ছাত্রীবৃন্দ, ছাত্রীগণ বলার চেয়ে ছাত্রীকুল বলাই শ্রেয় মনে করছি। কারণ তারা তাদের ভূমিকায় জাত বা কুল চিনিয়েছে। গতকাল চাঁদপুর কণ্ঠে মতলব ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকির ‘মতলব খেয়াঘাটে অশালীন আচরণ ॥ দুশতাধিক ছাত্রীর থানায় অভিযোগ’ শিরোনামে উক্ত ছাত্রীকুলের সংগঠিত বা ঐক্যবদ্ধ ভূমিকার কথা লিখেছেন, যেটি প্রায় সকল পাঠককে মুগ্ধ করেছে।

এ সংবাদে লিখা হয়েছে যে, মতলব উত্তর ও দক্ষিণের ধনাগোদা নদীর খেয়া পারাপারের সময় নৌকাঘাটে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে টোল আদায়কারীরা প্রতিনিয়ত অশালীন আচরণ করে আসছিলো। এর প্রতিবাদে গত ২০ আগস্ট শনিবার মতলব দক্ষিণ উপজেলা সদরস্থ মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দুশতাধিক ছাত্রী মতলব থানায় গিয়ে মৌখিক অভিযোগ করে। তারা চাঁদপুর কণ্ঠকে বলে, আমরা প্রতিদিন স্কুলে যাতায়াতের সময় খেয়াঘাটে অশালীন আচরণ ও মন্তব্য শুনে আসছিলাম। এ নিয়ে অনেকে স্কুলে এসে কান্নাকাটিও করে। আমরা পরস্পর বন্ধুদের সাথে আলোচনা করে আজ (শনিবার) থানায় এসে আমাদের কষ্টের কথাগুলো পুলিশ অফিসারদের জানিয়েছি। তারা বলেছেন যে, দ্রুত ব্যবস্থা নেবেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন ও বিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুরুজ্জামান বলেন, আমাদের মেয়েরা ভালো এবং সাহসী উদ্যোগ নিয়েছে। শ্রেণিকক্ষের পাঠদান বাস্তবে কাজে লাগিয়েছে। মেয়েরা খেয়া পারাপারের সময় যে হয়রানির শিকার হতো, সে ব্যাপারে আমাদের সম্মিলিত উদ্যোগের প্রয়োজন ছিলো। তারা নিজেরাই আজ আমাদের কাজটা করেছে। ওদের সাহসী প্রতিবাদের জন্যে ধন্যবাদ জানাই। মতলব থানার এসআই হাবিবুর রহমান জানান, ছাত্রীদের অভিযোগ শুনে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ইজারাদারকে ডাকা হয়েছে। আর ওসি মহিউদ্দিন মিয়া জানান, খেয়াঘাটের ইজারাদার ও টোল আদায়কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকুল যে কাজটি করেছে, সেটির জন্যে তাদের সাহস ও ইচ্ছাশক্তিই ছিলো মুখ্য। এতে সময় ব্যয় হয়েছে, তবে অর্থ ও কোনো প্রভাব বা ক্ষমতা প্রয়োগের কথাটি মাথায় আনতে হয়নি। একতাই যে অনেক বড় বল, ঐক্যবদ্ধ প্রয়াস যে অনেক বেশি কার্যকর কিংবা ফলপ্রসূ সেটা মাথায় রেখে কাজ করতে হয়েছে। তারা আপাত সফল হয়েছে এবং চূড়ান্তভাবে সফল হবে বলে বিশ্বাস রাখি। আমরা তাদের এ দৃষ্টান্তমূলক প্রয়াস যাতে সর্বত্র সঞ্চারিত হয়, সেটি প্রত্যাশা করছি। আমাদের এমন প্রত্যাশা পূরণ হলে ইভটিজাররাসহ নারীদের পেছনে লেগে থাকা সকল অপশক্তি গা ঢাকা দেবে কিংবা পালিয়ে বেড়াবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়