সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০০:০০

বড় স্কুল কর্তৃপক্ষের বড় মানসিকতা

বড় স্কুল কর্তৃপক্ষের বড় মানসিকতা
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলার সবচে’ বিখ্যাত সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের সাফল্যের ইতিহাসে দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হওয়া, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়া ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি হওয়ার রেকর্ড রয়েছে। সেজন্যে বিদ্যালয়টি খ্যাতির বিড়ম্বনায় ভুগছে। চাঁদপুর শহরের অধিকাংশ লোকজনের প্রত্যাশা বা দাবি, তাদের সন্তান বা পোষ্য এ বিদ্যালয়ে পড়ার সুযোগ পাক। এ প্রত্যাশা পূরণ করতে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ৮০০-১০০০ শিক্ষার্থীকে ধারণ করার অবকাঠামোগত সুবিধার মধ্যেই দু থেকে আড়াই হাজার শিক্ষার্থীকে ভর্তি করতে বাধ্য হচ্ছে। এক টেবিলে তিনজনের পরিবর্তে ছয়জন শিক্ষার্থীকে কষ্ট করে বসে শিক্ষকদের পাঠগ্রহণ করতে হচ্ছে।

এ বিদ্যালয়টিকে খ্যাতির শিখরে নিয়ে যাবার পেছনে প্রধানত দুজন ব্যক্তির কর্মযজ্ঞকে মূল্যায়নের বিকল্প নেই। একজন প্রধান শিক্ষক আলহাজ্ব হাফেজ আহমেদ এবং অন্যজন বিদ্যালয় ম্যানেজিং কমিটির এসএমসি-এর সভাপতি আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ। হাফেজ আহমেদ এ বিদ্যালয়ে পঁচিশ বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্বপালন করে তাঁর কর্মযজ্ঞে ও বিরল সাফল্যে তথা অনন্য রেকর্ডে কালজয়ী হয়ে গেছেন। তিনি তাঁর সুযোগ্য সহকর্মী হিসেবে সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেকের অকৃপণ সহযোগিতা এবং অন্যান্য শিক্ষকের নিরলস শ্রমে বিদ্যালয়টিকে বার বার শুধু জেলার সেরা প্রাথমিক বিদ্যালয়ে পরিণত করতে সক্ষম হননি, দেশসেরাও করতে সক্ষম হন। আর বিদ্যালয় পরিচালনায় অকুণ্ঠ সমর্থন এবং সর্বাত্মক সহযোগিতা করতে গিয়ে এসএমসির সভাপতি আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ দেশের শ্রেষ্ঠ সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করার কৃতিত্ব প্রদর্শন করেন। এই সভাপতিকেই ৪৬ বছর সুনামণ্ডসাফল্যের সাথে দায়িত্বপালনের পর গত ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রাণঢালা বিদায় সংবর্ধনা জানানো হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হাসান ইমাম বাদশার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত সংবর্ধনার পূর্বে সংবর্ধিত অতিথি আলহাজ্ব সফিউদ্দিন আহমেদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে ও সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র, প্যানেল মেয়রবৃন্দ, কাউন্সিলর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ, কর্মরত সকল শিক্ষক, কিছু অভিভাবক, সুধীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এসএমসির সদস্যবৃন্দসহ আরো অনেকে অংশ নেন।

আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত অধ্যক্ষ/প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষককে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানানো হয়। কিন্তু প্রতিষ্ঠান পরিচালনার সাথে সংশ্লিষ্ট এসএমসি/গভর্নিং বডির সভাপতি বা সদস্যকে বিদায় সংবর্ধনা জানানোর রেওয়াজ নেই বললেই চলে। সাধারণত নির্বাচন/মনোনয়নের মাধ্যমে, কখনো অপ্রীতিকর পরিবেশ-পরিস্থিতিতে এসএমসি/গভর্নিং বডি গঠিত হয়। এতে কারা সভাপতি/সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন এটা নিয়ে প্রতিষ্ঠান প্রধানের মাথাব্যথা থাকলেও শিক্ষার্থী, তাদের অভিভাবক, এমনকি শিক্ষকদেরও কোনো মনোযোগ থাকে না। অবস্থা এমন, কমিটিতে কে আসলো বা গেলো সেটাতে বিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের ভ্রুক্ষেপ থাকে না।

এমন নিরেট বাস্তবতাতে চাঁদপুর জেলার বড় তথা অন্যতম সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ অনেক বড় মানসিকতার পরিচয় দিলো ৪৬ বছর ধরে দায়িত্বপালনকারী এসএমসির সফল সভাপতি আলহাজ্ব সফিউদ্দিন আহমেদকে হৃদ্যতাপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে। কতোটা অভিভাবকত্ব, সর্বজনগ্রাহ্যতার অধিকারী ও সদ্ গুণাবলি সম্পন্ন হলে একজন ব্যক্তি এতোটা বছর একই দায়িত্ব পালন করে দেশে বিরল রেকর্র্র্ড স্থাপন করতে পারেন, সেটাই উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে ফুটে উঠেছে। আমরা আলহাজ্ব সফিউদ্দিন আহমেদকে তাঁর বিরল রেকর্ডের জন্যে অভিনন্দন জানাই এবং সুস্থতার সাথে তাঁর নেক হায়াত প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়