প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ০০:০০
এমন কোনো দিন নেই দৈনিক চাঁদপুর কণ্ঠসহ স্থানীয় দৈনিকগুলোতে মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের আটক করার সংবাদ ছাপা না হচ্ছে। গতকাল চাঁদপুর কণ্ঠেই মাদক সংশ্লিষ্ট পাঁচটি সংবাদ ছাপা হয়েছে। প্রথম পৃষ্ঠায় অন্যতম শীর্ষ সংবাদ হিসেবে ছাপা হয়েছে ‘হাজীগঞ্জে বিপুল গাঁজা ও বিদেশী মদসহ প্রাইভেট কার জব্দ’। এ সংবাদে পুলিশের ধাওয়া খেয়ে মাদক ব্যবসায়ীদের আলীগঞ্জের কংগাইশে রাস্তার পাশে প্রাইভেট কার রেখে পালিয়ে যাওয়া এবং সে কার থেকে ৭ কেজি গাঁজা ও ১৬ বোতল বিদেশী মদ উদ্ধারসহ কারটি জব্দ করার বিষয় উল্লেখ করা হয়েছে।
চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় আরেকটি সংবাদ ছাপা হয়েছে, যার শিরোনাম হয়েছে ‘লঞ্চঘাটে এবার ৭কেজি গাঁজাসহ নারী আটক’। এ সংবাদে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়িয়া বাজার এলাকার মৃত আঃ রাজ্জাকের স্ত্রী শাহানা বেগম (৩৮) কে যাত্রীবেশে ২টি ব্যাগে ৭কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চযোগে যাবার জন্যে অবস্থানকালীন নৌপুলিশ কর্তৃক আটক হবার বিষয় লিখা হয়েছে। এছাড়া লিখা হয়েছে, ইদানীং চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিভিন্ন মাদকের বেশ ক’টি বড় চালান জব্দ হয়েছে। এ থেকে স্পষ্ট, উক্ত ঘাটটি মাদক পাচারের নিরাপদ রূট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এছাড়া গতকালই চাঁদপুর কণ্ঠের দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় মাদক সংক্রান্ত আরো তিনটি সংবাদ ছাপা হয়েছে। এগুলোর মধ্যে দ্বিতীয় পৃষ্ঠায় প্রকাশিত সংবাদে ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জনৈক শরীফ হাওলাদার (৩০)কে এক হাজার পঞ্চাশ পিচ ইয়াবাসহ আটক করার ঘটনা লিখা হয়েছে। সে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার প্রমাণস্বরূপ গত ২৮ জানুয়ারি ৪কেজি গাঁজাসহ আটক এবং আদালত থেকে জামিনে এসে আবারো মাদক ব্যবসা শুরুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় পৃষ্ঠায় আরেকটি সংবাদে নানা অপকর্মের হোতা চাঁদপুর শহরে লাল বাদশা নামে কুখ্যাত সোহেল খান ওরফে পাগলা সোহেল (৩৬)কে ৫০ বোতল ফেন্সিডিলসহ চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ১ মার্চ রাতে দক্ষিণ শিলন্দিয়া থেকে আটকের বিষয় লিখা হয়েছে। তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত সংবাদে কচুয়ার ডুমুরিয়া গ্রামের মোঃ আঃ কাদির (২২)কে ২শ’ ২০ পিচ ইয়াবাসহ চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আটকের বিষয়টি লিখা হয়েছে।
২ মার্চ চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২ মাসের অভিযানের সংবাদ ছাপা হয়েছে। এ সংবাদে লিখা হয়েছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি ২ মাসে জেলাব্যাপী ২৪৪টি অভিযানে ৩০ জনকে আটক এবং ১৩৩০ পিচ ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
দেশের মানচিত্রে চাঁদপুর এমন অবস্থানে অবস্থিত যে, এখান দিয়ে জাতীয় মহাসড়ক ও রেলসড়ক এড়িয়ে রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, খুলনা ও বরিশাল, সিলেট ইত্যাদি বিভাগীয় শহরসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা শহরে বিকল্প নানা যানবাহন ব্যবহার করে যাতায়াত করা যায়। ভারত সীমান্ত থেকে চাঁদপুরের অবস্থান ৬০-৭০ কিলোমিটারের মধ্যে। সেজন্যে মাদক চোরাচালানিদের পছন্দের রূট হিসেবে চাঁদপুর ব্যবহৃত হচ্ছে। বস্তুত এ কারণে চাঁদপুরে সাম্প্রতিক বছর ও মাসগুলোতে মাদকের বড় বড় চালান ধরা পড়ছে। এটা অবশ্যই উদ্বেগজনক। বিগত শতাব্দীর আশি ও নব্বইর দশকে এবং চলমান একবিংশ শতাব্দীর প্রথম দু দশকেও চাঁদপুরে মাদকের বড় বড় চালান আটকের ঘটনা বিরল ছিলো। তৃতীয় দশকে এসে এমন ঘটনা যেনো নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। চাঁদপুরকে এমন ঘটনার লাগাতার আধিক্য থেকে রেহাই দিতে সর্বাত্মক প্রয়াস চালানো উচিত বলে আমরা মনে করি।