বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ০০:০০

বিদ্যালয়টির এমন ক্রীড়া-সাফল্য ভেবে দেখার মতো
অনলাইন ডেস্ক

এখনকার তথ্য আমাদের জানা নেই, সত্তর ও আশির দশকে চট্টগ্রাম নিউ মার্কেটের পাশর্^বর্তী মিউনিসিপ্যাল হাই স্কুল শুধু চট্টগ্রাম শহর ও জেলায় নয়, চট্টগ্রাম বিভাগীয় পর্যায়েও ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে উল্লেখযোগ্য সুনামের অধিকারী ছিলো। আমাদের চাঁদপুর শহরে সুপরিসর মাঠ না থাকা সত্ত্বেও গণি মডেল হাই স্কুল ও ডিএন হাই স্কুল ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে জাতীয় পর্যায়ের সাফল্যে ঋদ্ধ ছিলো। চাঁদপুর কলেজ যখন সরকারি ছিলো না, তখন এ কলেজের ক্রীড়া-সাফল্য ছিলো ঈর্ষণীয়। অনুসন্ধান করে জানা যায়, এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ক্রীড়া শিক্ষকগণ পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চায় ছিলেন সর্বাত্মক আন্তরিক। এখানে নির্দ্বিধায় উল্লেখ করা যায় যে, চাঁদপুর কলেজের ক্রীড়া শিক্ষক কামরুজ্জামান চৌধুরী তাঁর দক্ষতা ও খ্যাতির জন্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের ক্রীড়া অফিসার পদে নিযুক্ত হন এবং দীর্ঘদিন সুনামের সাথে এ পদে পুরো চট্টগ্রাম বিভাগব্যাপী দায়িত্বপালন করেন। তিনি সাংবাদিকতাও করতেন এবং চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পদে লাগাতার পঁচিশ বছর অধিষ্ঠিত ছিলেন।

চাঁদপুর সদর উপজেলা শুধু নয়, বর্তমানে চাঁদপুর জেলায় ক্রীড়াচর্চা ও সাফল্যের জন্যে ক্রমশ খ্যাতির পথে হাঁটছে মৈশাদীতে অবস্থিত বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মঘাতী নৌকমান্ডো হিসেবে অংশ নিয়ে স্বীয় বীরত্বের জন্যে ‘বীর প্রতীক’ খেতাবধারী মমিন উল্লাহ পাটোয়ারী তাঁর পৈত্রিক বাড়ির সামনে নিজের নামে গড়ে তুলেছেন একটি ক্রীড়া ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান। তিনি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ও অভাবনীয় সাফল্য খুঁজে পাওয়ার অভিজ্ঞতার আলোকে সরকারের সচিব হিসেবে অবসরগ্রহণের পর নিজের নামে ও নিজের অর্থে উক্ত একাডেমীটি গড়ে তোলেন। শুরু থেকেই তিনি ক্রীড়া ও সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিয়ে এই একাডেমীতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঢাকায় পরিবারের সদস্যদের সাথে অবস্থান না করে তিনি অধিকাংশ সময় গ্রামের বাড়িতে থেকে এই একাডেমীর সামগ্রিক কার্যক্রম তদারকি করেন, প্রয়োজনে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমীর সাফল্যের পাশাপাশি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের সাফল্য সকলের নজর কেড়েছে। গত সোমবার চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২৬টি পুরস্কার অর্জন করেছে। এতো সংখ্যক পুরস্কার আর অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান এককভাবে অর্জন না করায় বিষয়টি সবার নজর কেড়েছে। শুধু তা-ই নয়, উক্ত একাডেমীর এমন ক্রীড়া-সাফল্য সুধী-পর্যবেক্ষকদের ভাবিয়ে তুলেছে। এর পেছনে একাডেমীর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষসহ শিক্ষকম-লীর আন্তরিক প্রয়াস যে বিরাট কাজ করেছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। আমরা এই একাডেমীর এমন ক্রীড়া-সাফল্যের ধারাবাহিকতা প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়