প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
ইউপি চেয়ারম্যানের এমন ঘোষণার বাস্তবায়ন চাই
চাঁদপুর সদর উপজেলাধীন ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছেন আলহাজ মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল। তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে পুনঃনির্বাচিত হয়েছেন। এবার নির্বাচিত হবার মধ্য দিয়ে তিনি চতুর্থবারের মতো উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্বপালনের সুযোগ পেয়েছেন। এককালের তুখোড় ছাত্রনেতা ছিলেন তিনি। তারপর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বপালনে সক্রিয়তার পরিচয় দিয়ে চলছেন। তাঁর নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতায় তিনি অনেক বড় পদে অধিষ্ঠিত হবার সুযোগও পেয়েছেন। সে পদটি হচ্ছে বাংলাদেশ ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি। এ পদে থেকে তিনি ইউপি চেয়ারম্যানদের স্বার্থরক্ষা ও কল্যাণ সাধনে গত ক’বছর ধরে সন্তোষজনক কার্যক্রম সম্পাদন করে চলছেন।
|আরো খবর
চতুর্থবারের মতো বাগাদী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি ব্যতিক্রম ঘোষণা দিয়েছেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর সাথে গত পাঁচ বছরের বেশি সময় ধরে কাজ করতে গিয়ে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের বিষয়টি খুব ভালোভাবেই রপ্ত করেছেন এবং সেটি অনুশীলনের আন্তরিক প্রয়াস চালান। গত ৩১ জানুয়ারি সনাকের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, সনাকের সাথে কাজের ফলে পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, জনপ্রতিনিধিরা যদি একটু আন্তরিক হয় তাহলে জনগণ তাদের চাহিদানুযায়ী সেবা পাবে। জনগণের সেবা শতভাগ নিশ্চিত করার জন্যে আমরা প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে দু মাস সর্বোচ্চ তিন মাস অন্তর অন্তর তাদের মুখোমুখি হতে উন্মুক্ত সভায় মিলিত হবো। আমরা নারীদের জন্যে আয়বর্ধক কাজ, বেকারদের স্বাবলম্বী করাসহ সম্ভাব্য কল্যাণকর কাজের উদ্যোগ নিয়েছি। এ কাজে আমরা সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করেছি।
আমাদের দেশে জনপ্রতিনিধি হতে প্রত্যাশীরা নির্বাচনের পূর্বে মনভোলানো অনেক কথার ফুলঝুরি নিয়ে জনগণের কাছে যান। নির্বাচিত হবার পর অধিকাংশজনই সাধারণত আর জনগণের কাছে যাবার তাগিদ অনুভব করেন না, ‘মোর দেন বিজি’ এমন মানসিকতায় যাবার ফুরসতও খুঁজে পান না। এমন বাস্তবতায় বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লালের ২-৩ মাস অন্তর অন্তর জনগণের মুখোমুখি হবার ঘোষণা তাঁর আন্তরিকতা ও সদিচ্ছার প্রতিফলন বলে আমরা মনে করি। আমরা তাঁর এমন ঘোষণার সত্যিকার বাস্তবায়ন চাই। আমাদের বিশাস, এ ঘোষণা বাস্তবায়ন হলে সেটি অন্যান্য ইউনিয়নের জন্যে মডেল বা দৃষ্টান্তে পরিণত হবে।