বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ১৯:৪৩

সেনাবাহিনীর বিশেষ মেডিক্যাল টিমকে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক বিদায়ী সংবর্ধনা প্রদান

মো: এমরান হোসেন তালুকদার মালদ্বী থেকে
সেনাবাহিনীর বিশেষ মেডিক্যাল টিমকে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক বিদায়ী সংবর্ধনা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল টিমকে মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশন কর্তৃক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। ৩ জুলাই শনিবার হাইকমিশনের সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান ।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্পেশাল মেডিকেল টিমের উদ্দেশ্যে বলেন, আপনারা নিরলসভাবে কঠোর পরিশ্রম করে আপনাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে অনেক প্রতিকূলতার মাঝেও মালদ্বীপে করোনা মহামারীতে সেবা প্রদান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। সেই সাথে মালদ্বীপ সরকারের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত করেছেন ।

উল্লেখ্য, মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রনালয়কে ভ্যাকসিন প্রদান কার্যক্রম প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য মালদ্বীপ সরকারের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিগত ২০ এপ্রিল ২০২১ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ মেডিক্যাল টিম মালদ্বীপে আগমন করে এবং ৫ই জুলাই সেনাবাহিনীর মেডিক্যাল টিমটি বাংলাদেশের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন।

বাংলাদেশের মেডিকেল টিম মালদ্বীপের মালে, পার্শ্ববর্তী হুলে মালেও বিলিংগিলি দ্বীপে অবস্থিত দুইটি হাসপাতাল ও আইসোলেশন সেন্টারের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ মেডিক্যাল টিমকে। দুইটি সেন্টারে করোনা আক্রান্ত ৬০০ থেকে ৬৫০ জন বাংলাদেশি প্রবাসী ভর্তি ছিলেন। সেনাবাহিনীর মেডিক্যাল টিমটি মালদ্বীপে চিকিৎসা সেবা প্রদানসহ ভ্যাকসিন প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মেডিক্যাল টিমের সদস্যদের হাই কমিশন কর্তৃক নৈশ ভোজে আপ্যায়িত করা হয় এবং হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান বিশেষ সম্মাননা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়