পাহাড় নদীর মিতালী সবুজ পাহাড়ের বাহারী রূপ, নদীর নিরবধি বয়ে চলা, পর্যটকদের নৌ-ভ্রমন, শিহরণজাগা দৃশ্যপট, পানির কলকল মৃদু সুর আর স্টিমারের ঠ্রেট-ঠ্রেট শব্দে মন ভোলানো স্থানটির নাম সিলেট গোয়াইনঘাট, বিছনাকান্দি। মাঝারি ঢেউয়ের পানির ফোয়ারা এসে মিলিত হয় পাহাড়ের গায়। প্রাণ ফিরে পায় রৌদে তপ্ত থাকা সদ্য সিক্ত রুপালী বালি, এ যেন পাহাড়ের সাথে নদীর মিতালী। ছবি লোকেশন : বিছনাকান্দি, গোয়াইনঘাট, সিলেট।