শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১৯:৪৭

ইতালিতে অভিবাসী দিবসে বাংলাদেশ দূতাবাসের রেমিট্যান্স পুরস্কার

ইতালিতে অভিবাসী দিবসে বাংলাদেশ দূতাবাসের রেমিট্যান্স পুরস্কার
জমির হোসেন ইতালি থেকে

প্রতি বছরের মতো এ বছরও রোম বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্য রেমিট্যান্স পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। ১৪ অক্টোবর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশীদের নিবন্ধন করতে আহ্বান করেন রোম বাংলাদেশ দূতাবাস।

জানা গেছে, আন্তজার্তিক অভিবাসী দিবস উপলক্ষে সাধারণত বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সম্মানার্থে এ পুরস্কার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেয়া হয়। অন্য একটি সুত্রে জানা যায়, মূলত বৈধ পথে অর্থ প্রেরণ করতে এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদেরকে অনেক উৎসাহ যোগাবে।

ক্যাটাগরীভিত্তিক পুরস্কারে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানসমূহ প্রদান করা হবে। যে সকল প্রবাসী বাংলাদেশি বা প্রতিষ্ঠান ১ জুলাই ২০২০ হতে ৩০ জুন ২০২১ এর মধ্যে ১০ হাজার ইউরো বৈধ পথে পাঠিয়েছে এরকম ৫ জনকে এ পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে তিন জন পুরুষ ও দুইজন মহিলা।

দ্বিতীয় ক্যাটাগরীতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী দুটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে উপরে উল্লেখিত তারিখের মধ্যে কোন প্রতিষ্ঠান যদি ইতালি থেকে ৫০ হাজার ইউরো বৈধ পথ প্রেরণ করে থাকে, সেই প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হবে। আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ দূতাবাস রোম ও লেবার ওয়েল ফেয়ার উইং ইতালি এর ফেসবুক পেজ হতে ফরম ডাউন লোড করে আবেদন করতে বলা হয়েছে। ফরমের সাথে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। আগামী ২৩ নভেম্বরের মধ্যে রোমে বাংলাদেশ দূতাবাসে আগ্রহীদের আবেদন পৌঁছতে হবে।

উল্লেখ্য, অসম্পূর্ণ বা নির্ধারিত তারিখের মধ্যে কোন আবেদন দূতাবাসে না আসলে তা বাতিলযোগ্য হবে বলে রোম দূতাবাস জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়