শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৭ জুন ২০২১, ১২:১৪

মাসে একবার ‘বিতর্কায়ন’ ও ‘নারীকণ্ঠ’ চাই

মুক্তা পীযূষ
মাসে একবার ‘বিতর্কায়ন’ ও ‘নারীকণ্ঠ’ চাই

এই ডিজিটাল যুগেও প্রতিদিন সকাল ১১টায় বারান্দার রকিং চেয়ারে বসে ঝকঝকে ছাপার নির্ভুল বানানের দৈনিক চাঁদপুর কণ্ঠ কাগজটি হাতে নিয়ে পড়ায় যে ভালোলাগা কাজ করে সেই অনুভূতি আলাদা আমার কাছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সাথে সাথে সপ্তাহের বিভিন্ন দিনে আলাদা আলাদা বিশেষ পাতাগুলো সববয়সী মানুষের মানসিক চাহিদা পূরণ করে বলে আমি মনে করি।

করোনার কারণে গত দু’বছর খুব খারাপ লেগেছে ‘বিতর্কায়ন’ পাতা পড়তে পারিনি। জেলার প্রত্যন্ত এলাকার বিতার্কিকদের অনুভূতি, বিতর্ক শিল্পবিষয়ক পরামর্শ, অংশগ্রহণকারী স্কুল কলেজের শিক্ষকদের অনুভূতি খুব যতœ করে প্রকাশ করে চাঁদপুর কণ্ঠ। আমি আশা করবো পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা করোনার কারণে অনুষ্ঠিত হতে না পারলেও এরপর থেকে কর্তৃপক্ষ মাসে একবার বিতর্ক বিষয়ক পাতা প্রকাশ করে বিতর্ক অনুরাগী পাঠকদের মনের খোরাক যোগান দেয়ার চেষ্টা করবেন।

বিতর্ক শিল্প নিয়ে চাঁদপুর কণ্ঠের উৎসাহ-অনুপ্রেরণা জাগানিয়া একটি ঘটনা আমার খুব মনে পড়ছে। পাঞ্জেরী- চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা চলাকালীন ২০১৯ সালে জেলায় আয়োজিত প্রথমবারের মতো সনাতনী ধারার ইংরেজি বিতর্কে অংশগ্রহণ করে আমার বড় ছেলে প্রতœ পীযূষ। বিতর্ক চলাকালীন ওদের প্রতিযোগিতার নির্ধারিত দিনে তার জন্মদিন হওয়ায় চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও সিকেডিএফ-এর সভাপতি কাজী শাহাদাত ভাই অতিথিদের নিয়ে কেক কেটে বিতার্কিক প্রতেœর জন্মদিন উদ্যাপন করেছিলেন, যা আমার স্মরণে থাকবে সারাজীবন ধরে। কৃতজ্ঞতা দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারের কাছে।

শিক্ষাঙ্গন পাতায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের করোনাকালীন অনুভূতি নিয়ে কথোপকথন প্রকাশ করা যেতে পারে। চাঁদপুর কণ্ঠের একজন নারী পাঠক ও শুভাকাক্সক্ষী হিসেবে চাইবো, মাসে একবার নিয়মিত নারী কণ্ঠ প্রকাশিত হোক, যেখানে নারীদের নানাবিধ শারীরিক-মানসিক-সামাজিক সমস্যা ও তা প্রতিকারের বিষয়ে বলা হবে এবং সাথে সাথে নারী লেখক, শিল্পীদের কর্মকা- নিয়ে আলোচনা লেখা হবে, ছাপা হবে তাদের নিজেদের লেখা।

ইলিশের বাড়ি চাঁদপুরের সর্বাধিক পঠিত পত্রিকা দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার প্রকাশক, সম্পাদক, উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী, লেখক, পাঠক এবং সাংবাদিকসহ সকল বিজ্ঞাপনদাতাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়