সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫

রিয়াদে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে সিআইপি সম্মাননা অর্জনকারী আব্দুল কাইয়ুম

অদক্ষ প্রবাসীদের প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষ করার পরিকল্পনা হাতে নিয়েছি

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
অদক্ষ প্রবাসীদের প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষ করার পরিকল্পনা হাতে নিয়েছি

সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর আব্দুল কাইয়ুম মির্জা বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি ২০২৬ সম্মাননা অর্জন করায় সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ও সানসিটি পলি ক্লিনিকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানসিটি পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ফকির আল-আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর আমিয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন মিয়া, ইনভেস্টর আব্দুর রহমান, ইনভেস্টর ওসমান গনি রাসেলসহ রিয়াদের সর্ব শ্রেণীর পেশাজীবী প্রবাসীরা।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধির লক্ষ্যে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। প্রবাসে বিভিন্ন প্রতিকূলতাকে আমরা সুচিন্তার মাধ্যমে সমাধানসহ অদক্ষ প্রবাসীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতায় সাবলীল করে তোলার পরিকল্পনা হাতে নিয়েছি।

এ সময় উপস্থিত অতিথিরা সংবর্ধিত অতিথিকে সাধুবাদ জানিয়ে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়