প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ১৪:০৬
দুই চাকার যান, কেড়ে নেয় প্রাণ
সৌখিন ফটোগ্রাফার : নাসিরুল ইসলাম, শিক্ষার্থী, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা।

মেঘনা পাড়ে গৌধুলীর কালে কোন এক চক্রযান আরোহী আলতো পায়ে, প্যাডেল ঘুরিয়ে এগিয়ে যাচ্ছে গন্তব্যে। নদীর ওপাড়ে লাল আকাশ, আগুনে পোড়া জল, এ পাড়ের স্তব্ধ বৃক্ষরাজি যেন অবাক হয়ে তাকিয়ে আছে দুই চাকার যানটির দিকে। ডুবন্ত সূর্যটির পরিধি কুসুম হলুদ আর অন্তর্বৃত্তটি ধবল সাদা প্রকৃতির এমন রূপ দেখে মুগ্ধ না হয়ে কী পারা যায়?