প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ১৪:০৪
দুরন্তপনা
সৌখিন ফটোগ্রাফার: নাসিরুল ইসলাম, শিক্ষার্থী, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা।

গ্রামীন মেঠো পথের সারি-সারি গাছের ফাঁকে দুরন্ত বেগে ছুটছে এক গ্রামীন শিশু। স্বাগত জানাতে প্রস্তুত তাকে সুবজ ঘাস আর বালি, এক পায়ে নূপুর তার অন্য পা খালি। দু'পাশে চর, অদূরে ঘর, শৃঙ্খলহীন বৃক্ষ ডালের সৌন্দর্য দেয় হাতছানি। দৃশ্যপট : চরমাশা, চাঁদপুর।