বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯

এ জয়ের মধ্য দিয়ে ফুটবলের অতীত গৌরবে ফিরুক বাবুরহাট

অনলাইন ডেস্ক
এ জয়ের মধ্য দিয়ে ফুটবলের অতীত গৌরবে ফিরুক বাবুরহাট

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে শুরু হওয়া আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর চাঁদপুর জেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যাগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজন করা হয়। মাঠে খেলোয়াড়দের সাথে জেলা প্রশাসকের পরিচয় পর্বের পর ফাইনাল খেলা শুরু হয়। খেলাশেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে, আশা করছি তোমরা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে। তিনি ফাইনালে অংশগ্রহণকারী উভয় কলেজের অধ্যক্ষসহ শিক্ষকগণকে উদ্দেশ্য করে বলেন, ফুটবল খেলোয়াড়দের আরো বেশি টেকনিক্যাল অনেক কিছু শিখিয়ে নিতে হবে। খেলায় চাঁদপুর সদরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের সাথে টাইব্রেকারে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাবুরহাট হাই স্কুল মাঠ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মাধ্যমে অনেকদিন পর জমজমাট একটি ফুটবল আসরে নিজেকে রাঙিয়ে নিলো। একসময় যে মাঠ স্থানীয় একাদশ ক্লাবের খেলোয়াড়দের নিয়মিত ফুটবলসহ নানা ক্রীড়াচর্চায় ব্যস্ত থাকতো, হতো ছোট-বড় টুর্নামেন্ট, সাম্প্রতিক বছরগুলোতে সেটা দেখা যায় নি। পৃষ্ঠপোষকের অভাব, মাদক ও মোবাইল আসক্তিতে তরুণ-যুবকদের খেলার প্রতি অনাগ্রহসহ নানা কারণে বাবুরহাট হাই স্কুল মাঠে ক্রীড়াচর্চার আগের সেই দৃশ্যপট নেই বলে স্থানীয় পর্যবেক্ষকদের অভিমত। এ অভিমত পুরোপুরি ঠিক নয়। আমাদের কাছে মনে হচ্ছে, উদ্যোগ ও আয়োজনের অভাবই বাবুরহাট হাই স্কুল মাঠকে ক্রীড়াচর্চায় ব্যস্ত রাখতে পারছে না। সরকারি উদ্যোগে যখন আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হলো মাঠটিতে, আর তখনই চাঙ্গা হলো মাঠটি। আর এই মাঠের পার্শ্ববর্তী প্রতিষ্ঠানটির ফুটবল দল হয়ে গেলো জেলা চ্যাম্পিয়ন। নবাগত জেলা প্রশাসক বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের এই দলটিই বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে দলটিকে উজ্জীবিত করেছেন। আমরা জেলা প্রশাসকের এমন আশাবাদ বাস্তবে রূপ নিক সেটা প্রত্যাশা করছি। আমরা মনে করি, বাবুরহাট হাই স্কুল ও কলেজের যে সুন্দর মাঠ আছে, শিক্ষার্থীদের আধিক্যের কারণে যে আর্থিক সামর্থ্য আছে, তাতে সারা বছরই আন্তঃশ্রেণী ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল ইত্যাদিতে মাঠটিকে ব্যস্ত রাখা সম্ভব, যদি বার্ষিক ক্রীড়াসূচি ও পরিকল্পনা থাকে। বাবুরহাট হাই স্কুল ও কলেজ কর্তৃপক্ষ ফুটবলে তাদের জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার বিষয়টিকে ক্রীড়া জাগরণে উজ্জীবনী শক্তি হিসেবে মনে করবে এবং তাদের মাঠটিকে পূর্বের ঐতিহ্যে ফিরিয়ে আনবে। এ ক্ষেত্রে স্থানীয় ক্রীড়া সংগঠনের সক্রিয়তার দিকে তাকিয়ে থাকা যাবে না এবং তাদের নিষ্ক্রিয়তাকে অজুহাত হিসেবে দাঁড় করা যাবে না। তবে মাঠকে ক্রীড়ায় চাঙ্গা রাখতে স্থানীয় ক্রীড়া সংগঠনকে আহ্বান জানানো যেতে পারে, মাঠকেন্দ্রিক তাদের যে কোনো উদ্যোগকে স্বাগত জানানো যেতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়