শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৮:৪৪

জার্মানির বার্লিনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে
জার্মানির বার্লিনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

জার্মানির বার্লিনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বার্লিনের ভাইনস্ট্রাসের একটি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী যুবদল জার্মানির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আগামী দিনে কেমন রাজনীতি চাইÑতরুণদের এই ভাবনা ও প্রত্যাশা জানতেই এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাইফুর রহমান। বক্তব্য রাখেন নুরুল হক পুণ্য, আল আমিন, আল মাহমুদ, সাদিকুল ইসলাম ও তানবির আহমেদ। সভায় সভাপতিত্ব করেন সবুজ হোসাইন এবং সঞ্চালনা করেন জার্মান যুবদল নেতা আব্দুল্লাহ আল নোমান ও শরিফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে তরুণ সমাজের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন যুব সংগঠক মাহিন, তানজিদ নাহিয়ান, মিল্লাত সহ জুলাই আন্দোলনে বার্লিনের নেতৃত্বদানকারী অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তরুণদের পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে হবে। ‘আমরাই পরিবর্তন, আমরাই বিকল্প’ এই শ্লোগানকে সামনে রেখে দেশ গঠন ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্যে কাজ করার আহ্বান জানান তারা। এছাড়াও আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়