প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০২:৩৫
শ্রীপুরে নারী এনজিও কর্মীর ওপর অস্ত্র ঠেকিয়ে ভয়ঙ্কর ছিনতাইচেষ্টা!
"মরেই যাব ভেবে শেষ চেষ্টা করেছি":

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এক নারী এনজিও কর্মী-র কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে তিন ছিনতাইকারী। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
|আরো খবর
স্থানীয় সূত্র জানায়, কর্মস্থল থেকে ফেরার পথে ওই নারীকে নির্জন রাস্তায় আটকে টাকা-পয়সা ও ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। আত্মরক্ষায় তিনি একজনকে ঘুষি দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি অগ্নেয়াস্ত্র ফেলে যায়।
ভুক্তভোগী নারী জানান, “মরেই যাব ভেবে শেষ চেষ্টা করেছি। লড়াই করার পর তারা পালিয়ে যায়। পরে দেখি একটি অস্ত্র পড়ে আছে।”
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি উদ্ধার করেছে। অস্ত্রটি আসল নাকি নকল তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এলাকাবাসীরা জানান, এই সড়কটি সন্ধ্যার পর নির্জন থাকে এবং সম্প্রতি কিছু সন্দেহজনক যুবককে এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে। ঘটনাটির পর নারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
একজন স্থানীয় শিক্ষক বলেন, “এ ধরনের ঘটনা নতুন নয়। তবে এবার অস্ত্র জড়িত থাকায় ভীতি বেশি। রাস্তায় টহল বাড়ানোর দাবি জানাচ্ছি।”
এনজিও কার্যালয়ের এক কর্মকর্তা জানান, “নারী কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজনে সেফ রুট ব্যবস্থা করা হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে থাকা সম্ভাব্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ছিনতাইকারী চক্র শনাক্তে চলছে তৎপরতা।





