বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৭

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০২৫ থেকে ২০২৭ মেয়াদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে সোমবার (৩ নভেম্বর ২০২৫) দুপুর ১টায় সাধারণ সদস্যদের সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির শীর্ষ দায়িত্বে নির্বাচিত সভাপতি : ১৯৭১’র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ, জেনারেল সেক্রেটারি : কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ট্রেজারার : কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ার।

এছাড়াও আগামী দু বছরের জন্যে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মোহাম্মদ কেরামত আলী, শফিক মিয়া, মোহাম্মদ আসকর আলী, নজির উদ্দিন, মাহমুদ মিয়া চৌধুরী, মাহমুদ হোসেইন এবং রকিবুর রহমান। সভায় সংগঠনের আর্থিক ও বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় এবং ভবিষ্যৎ কমিউনিটি উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম নিয়ে বেশ ক’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন,“বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফ বাংলাদেশি কমিউনিটির কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মানবতার সেবায় ও কমিউনিটির উন্নয়নে আমাদের আগামী পথচলায় সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সভার সমাপ্তি ঘোষণা করা হয় মধ্যাহ্ন ভোজের মাধ্যমে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়