প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২২:৫১
শাহরাস্তিতে চলাচলের রাস্তায় বেড়া, ৩০ পরিবার অবরুদ্ধ

শাহরাস্তিতে জমি নিয়ে বিরোধ এর জেরে চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়েছে প্রতিপক্ষ। এতে প্রায় ৩০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা এক সপ্তাহ থেকে বন্ধ হয়ে আছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর পশ্চিমপাড়া ছাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
|আরো খবর
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শাহ আলম ও জিয়াউল হক নামে দুজন প্রতিপক্ষ মাকসুদা বেগম ও শানুরা আক্তার সহকারী কমিশনার (ভূমি) শাহরাস্তি বরাবরে লিখিত আবেদন করেন।
ভুক্তভোগী সফিকুল আলম জানান, আমরা প্রায় ৫০ বছর ধরে ৩০টি পরিবার একই বড়িতে বসবাস করে আসছি। হঠাৎ প্রতিবেশী মাকসুদা বেগম ও তার পরিবারের লোকজন পথটি বন্ধ করে দেয়ায় আমরা আমাদের ছেলে-মেয়েদের স্কুলে ও অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে পারছি না। এ বিষয়ে অভিযোগ দিলেও এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
আরেক ভুক্তভোগী রশিদা বেগম জানান, প্রতিপক্ষ মাকসুদা বেগম আমাদের ক্রয়কৃত সম্পত্তি দখল নিয়ে আমাদের বাড়ির চলাচলের একমাত্র রাস্তা গত এক সপ্তাহ থেকে বন্ধ করে রাখায় আমরা অবরুদ্ধ হয়ে আছি। আমাদের সকল কাজকর্ম বন্ধ হয়ে আছে, আমরা এর থেকে পরিত্রাণ চাই।
অভিযুক্ত মাকসুদা বেগমের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, গতকাল এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডিসিকে/এমজেডএইচ








