প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৩৫
হেরার আলো
অনলাইন ডেস্ক
১২-সূরা ইউসুফ
১১১ আয়াত, ১২ রুকু, ‘মক্কী’
১৬। উহারা রাত্রির প্রথম প্রহরে কাঁদিতে কাঁদিতে উহাদের পিতার নিকট আসিল।
১৭। উহারা বলিল, ‘হে আমাদের পিতা! আমরা দৌড়ের প্রতিযোগিতা করিতেছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকট রাখিয়া গিয়াছিলাম, অতঃপর নেকড়ে বাঘ তাহাকে খাইয়া ফেলিয়াছে; কিন্তু তুমিতো আমাদিগকে বিশ্বাস করিবে না যদিও আমরা সত্যবাদী’।




